• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জুয়েলারি মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক


নিজস্ব প্রতিবেদক জুন ৭, ২০১৭, ০৩:২৫ পিএম
জুয়েলারি মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক

ফাইল ছবি

ঢাকা: অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। আগামী রোববার (১১ জুন) থেকে যতদিন না জুয়েলারি নীতিমালা চালু হবে ততদিন দেশের সকল দোকান বন্ধ থাকবে।

বুধবার (৭ জুন) বিকেল ৩টায় রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় এক সংবাদ সম্মেলনে এ ধর্মঘটের ডাক আসে। এ সময় এক জুয়েলারি নেতা শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খানকে অভিযুক্ত করে বলেন, উনিতো আপন জুয়েলার্সে অভিযান চালিয়েছেন; তারাতো নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন। এদিকে, কাস্টমাররা আতঙ্কে আমাদের দোকানেও আসে না, ব্যবসা লাটে উঠেছে। প্রতিদিন দোকান ভাড়া, কর্মচারিদের বেতন, বিদ্যুৎ বিল এগুলো কোথা থেকে আসে?’

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!