• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জুয়েলের গোলে স্বাধীনতা কাপের ফাইনালে আরামবাগ


ক্রীড়া প্রতিবেদক ফেব্রুয়ারি ৫, ২০১৮, ০৮:১৮ পিএম
জুয়েলের গোলে স্বাধীনতা কাপের ফাইনালে আরামবাগ

ঢাকা: প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ঢাকা আবাহনীকে রীতিমত উড়িয়ে দিয়ে সেমিফাইনালে নাম লিখেছিল আরামবাগ ক্রীড়া সংঘ। শেষ চারের লড়াইয়ে মোহাম্মদ জুয়েলের একমাত্র গোলে আরেক জায়ান্ট শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারিয়ে স্বাধীনতা কাপ ফুটবলের ফাইনালে উঠলো কোচ মারুফুল হকের শিষ্যরা।

সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকালে বঙ্গবন্ধু জাতীয় স্পেডিয়ামে প্রথম সেমিফাইনালে ম্যাচের শেষ মিনিটের গোলে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারিয়ে ফাইনালে নাম লেখায় আরামবাগ। ম্যাচের শেষ মুহূর্তে মোহাম্মদ জুয়েলের গোলে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারিয়ে প্রথমবারের মতো এ প্রতিযোগিতার ফাইনালে উঠেছে মারুফুল হকের দল। যদিও মাঠের লড়াইয়ে ও গোলের সুযোগ সৃষ্টির ক্ষেত্রে এগিয়ে ছিল ধানমন্ডির দলটি। তবে দুর্বল ফিনিশিং ও ভাগ্যের সহায়তা না থাকায় ফাইনালে ওঠার সুযোগ হারায় তারা।

ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণে এগিয়ে থাকা শেখ জামাল এগিয়ে যাওয়ার প্রথম সুযোগটি পায় ২৪তম মিনিটে। ডি-বক্সের বাইরে থেকে ডিফেন্ডার আনিসুর আলম সুইডের বাঁ-পায়ের দূরপাল্লার ফিস্ট করে ফেরান আরামবাগের গোলরক্ষক আজম খান। প্রথমার্ধের অতিরিক্তি সময়ে বল পোস্টে লেগে ফিরে আসলে গোলের অপেক্ষা বাড়ে ২০১৩ সালের স্বাধীনতা কাপের রানার্সআপ শেখ জামালের। বাঁ দিক থেকে জাহেদ পারভেজ চৌধূরীর ক্রস এক ড্রপ খেয়ে গোলরক্ষক আজমের গ্লাভস ছুঁয়ে ক্রসবারে লেগে ফেরে। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে ভালো সুযোগ পেয়েছিল আরামবাগ।

৫০তম মিনিটে বাঁ দিকের ডি বক্সের ভেতর থেকে আবু সুফিয়ান সুফিলের চিপ দূরের পোস্ট দিয়ে বেরিয়ে যায়। দুই মিনিটের মধ্যে দারুণ দুটি সুযোগ হারানোর হতাশায় পুড়াতে হয় আরামবাগকে। ৫৮তম মিনিটে ছোট ডি বক্সের ভেতরে থেকে দুর্বল শট নেন মোহাম্মদ জুয়েল। এরপর গোলরক্ষককে একা পেয়েও আরিফের নেওয়া শট দূরের পোস্ট দিয়ে বেরিয়ে যায়। ৬২তম মিনিটে জুয়েলের আরেকটি দূর্বল শট গোলমুখ থেকে ফিরিয়ে শেখ জামালকে ম্যাচে রাখেন বদলি ডিফেন্ডার রফিকুর রহমান মামুন।

৮৭তম মিনিটে মোহাম্মদ জাহিদের দৃঢ়তায় বড় বেঁচে যায় আরামবাগ। ডান দিকে ডি বক্সের ভেতর থেকে মোহাম্মদ জাভেদ খানের ক্রস শেষ মুহূর্তে আটকান এই ডিফেন্ডার। দুই মিনিট পরের সুযোগটি কাজে লাগিয়ে এগিয়ে যায় আরামবাগ। অধিনায়ক আবু সুফিয়ান সুফিলের কাট ব্যাকে জুয়েলের শট গোলরক্ষকের গায়ে লেগে জালে জড়াল।

ম্যাচের অতিরিক্ত সময়ের চার মিনিটে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে শেখ জামাল। কিন্তু নুরুল আবসার ও জাভেদের শট লক্ষ্যভ্রষ্ট হলে বিদায় নিতে হয় মাহাবুব হোসেন রক্সির দলকে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দ্বিতীয় সেমি-ফাইনালে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন চট্টগ্রাম আবাহনী ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!