• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জেএমবি সদস্যের ১৪ বছরের কারাদন্ড


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানুয়ারি ২৩, ২০১৭, ০৬:০৩ পিএম
জেএমবি সদস্যের ১৪ বছরের কারাদন্ড

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের স্পেশাল ট্রাইব্যুনাল-২ এ অস্ত্র আইনে এক জেএমবি সদস্যকে ১৪ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। দন্ডপ্রাপ্ত আসামি হচ্ছেন- আব্দুর রাকিব ওরফে সুমন (৩৬)। তিনি শিবগঞ্জের পুকুরিয়া শ্যামজোলা গ্রামের আফতাব হোসেনের ছেলে। সোমবার (২৩ জানুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ জিয়াউর রহমান এই দন্ডাদেশ প্রদান করেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, পুলিশের স্পেশাল ইন্টেলিজেন্স উইং ও শিবগঞ্জ পুলিশের হাতে আটক জেএমবি নেতার স্বীকারোক্তি অনুযায়ী ২০০৯ সালের ১৭ জুন রাত দেড়টার দিকে পুলিশ শিবগঞ্জের কানসাট এলাকায় সুমনের স্টীলের দোকান বিসমিল্লাহ স্টোরে অভিযান চালায়। এসময় দোকানের ভেতর থেকে একটি দেশিয় তৈরী ওয়ান সুটারগান, পয়েন্ট ৩০৩ বোর রাইফেলের তিনটি তাজা গুলিসহ সুমনকে আটক করা হয়।

এ ঘটনায় ওই দিনই শিবগঞ্জ থানার এসআই মিজানুর রহমান বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেন। মামলার অভিযোগপত্র ও স্বাক্ষ্য গ্রহণ শেষে সোমবার (২৩ জানুয়ারি) আসামির উপস্থিতিতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ জিয়াউর রহমান এই দন্ডাদেশ প্রদান করেন।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!