• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জেএমবির আত্মঘাতী স্কোয়াডের সদস্য বিল্লাল গ্রেপ্তার


ময়মনসিংহ প্রতিনিধি মার্চ ১০, ২০১৭, ১০:০৯ এএম
জেএমবির আত্মঘাতী স্কোয়াডের সদস্য বিল্লাল গ্রেপ্তার

ময়মনসিংহ: পুলিশের বিশেষ অভিযানে বিল্লাল হোসেন নামে এক জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য। পুলিশের দাবি বিল্লাল জেএমবির আত্মঘাতী স্কোয়াডের সদস্য।

পুলিশ জানায়, ১০ দিনব্যাপী জঙ্গি ও সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার (১০ মার্চ) ভোর রাতে জেলার সদর উপজেলার দাপুনিয়া এলাকায় শস্যমালা গ্রামে অভিযান চালিয়ে সরকার ও রাষ্ট্রবিরোধী বৈঠক করার সময় স্থানীয় ইউপি সদস্য ও জেএমবি সক্রিয় কর্মী বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় ২০১৭ সালে বিশেষ ক্ষমতা আইনে ১টি, ২০১৬ সালে বিস্ফোরক দ্রব্য ও সন্ত্রাস বিরোধী আইনে ২টি এবং ২০০৫ সালে ২টি হত্যা মামলাসহ ৫টি মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।

গ্রেপ্তারকৃত বিল্লাল হোসেন বলেন, আমি জেএমবি কিংবা অন্য কোনো দলের সাথে জড়িত না। তবে আমি এলাকায় নিয়মিত জুয়া খেলি। একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে ফাঁসাতে চাচ্ছে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরে আলম বলেন, আটককৃত বিল্লাল হোসেন জেএমবির আত্মঘাতী স্কোয়াডের সদস্য কিনা তা গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!