• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জেএমবির পলাতক সদস্য গ্রেপ্তার


সিরাজগঞ্জ প্রতিনিধি জুন ২৯, ২০১৭, ০৫:২৩ পিএম
জেএমবির পলাতক সদস্য গ্রেপ্তার

সিরাজগঞ্জ: জেলার উল্লাপাড়ায় অভিযান চালিয়ে জামায়াতুল মুজাহিদীন (জেএমবি)'র পলাতক সদস্য ও জেএমবি নেতা তামিম-সরোয়ার গ্রুপের সক্রিয় সদস্য আতিকুর রহমান ওরফে আতিককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার (২৮ জুন) গভীর রাতে উপজেলার শ্যামলীপাড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আতিক উপজেলার পুরান ধুঞ্চি এলাকার মৃত আকবর হোসেনের ছেলে।

বৃহস্পতিবার (২৯ জুন) দুপুরে র‌্যাব-১২ অপরাধ দমন বিশেষ শাখার অধিনায়ক মেজর সাফায়াত আহম্মদ সুমন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ।

তিনি আরো জানান, ২০১৬ সালের ১ সেপ্টেম্বর উল্লাপাড়ার মোহনপুর গ্রামে ডিবি পুলিশের জঙ্গী বিরোধী অভিযানে জেহাদী বই-পুস্তকসহ তিন জঙ্গিকে আটক করে গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় নাশকতামূলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে আটক তিনজনসহ ৮জনের নামে মামলা হয়। পরবর্তীতে বিভিন্ন সময় অভিযান চালিয়ে ল্যাংড়া আমজাদসহ তিনজনকে গ্রেপ্তার করে র‌্যাব সদস্যরা। আতিক ওই মামলার অন্যতম পলাতক আসামি। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৮ জুন) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আতিক প্রাথমিক জিজ্ঞাসাবাদে জেএমবির সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছেন বলেও জানান তিনি।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!