• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জেতার মানসিকতায় সন্তুষ্ট হাথুরুসিংহে


ক্রীড়া প্রতিবেদক মার্চ ১৯, ২০১৭, ০৮:০৩ পিএম
জেতার মানসিকতায় সন্তুষ্ট হাথুরুসিংহে

ঢাকা: শততম টেস্টের দলে চারটি পরিবর্তন করার পেছনে মুখ্য ভূমিকা পালন করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের কোচ চন্দ্রিকা হাথুরুসিংহে। এ নিয়ে অনেক সমালোচনা সইতে হয়েছে এই শ্রীলঙ্কানকে। তবে ঐতিহাসিক জয় তাকে স্বস্তি এনে দিয়েছে। জয়ে সব কৃতিত্ব দলকে দিয়েছেন হাথুরু।

তিনি বলেন, ‘ছেলেরাই এই জয়ের দাবিদার। তারা  কঠোর পরিশ্রম করেছে। আমি তাদের জয়ে খুশী। আমরা জানতাম আমাদের দলে কিছু পরিবর্তন আনা দরকার ছিল। এবং সেটা ঠিক মতই করেছি’

হাথুরুর মতে, তৃতীয় দিনে সাকিব-মুশফিকের পর মোসাদ্দেকের ব্যাটে বড় লিড পাওয়ায়টাকেই ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল। তবে শেষ দিনে চাপের মুখে ওপেনার তামিমের ৮২ রানের ইনিংসটিকে আলাদা চোখে দেখছেন।

তামিমের প্রশংসা করে টাইগার কোচ বলেন, ‘তামিম তিন ফরম্যাটেই দারুন খেলছে বাংলাদেশের হয়ে। সে দলের সিনিয়র ক্রিকেটার এবং সে মাঠে সেটা করে দেখিয়েছে। আমি তামিমের আউটে বেশী কিছু বলবো না।’

দলগত ভাবে বাংলাদেশের পারফর্মমেন্স গর্ব করার মত বলে মনে করছেন হাথুরু। আবেগ ঠেলে দিয়ে সর্বোচ্চ পর্যায়ে লড়াই করে জেতার মানসিকতায় সন্তুষ্ট লঙ্কান কোচ। তার ভাষায়, ‘দলের ক্রিকেটাররা বেশীরভাগই আবেগ প্রবন। তারা এক হয়ে খেললে আবেগের ঊর্ধ্বে এসে পারফর্ম করে। এটা সর্বোচ্চ লেভেলে ভালো ক্রিকেট খেলার পাশাপাশি চাপের মুখে খেলার অভিজ্ঞতা থেকে আসে।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!