• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জেনে রাখুন ৫টি প্রশ্ন, যা কেরিয়ার তৈরির চাবিকাঠি


নিজস্ব প্রতিবেদক মার্চ ১৮, ২০১৬, ০৫:৩৭ পিএম
জেনে রাখুন ৫টি প্রশ্ন, যা কেরিয়ার তৈরির চাবিকাঠি

সোনালীনিউজ ডেস্ক

আমি কোন পথে যে চলি
কোন কথা যে বলি...
তোমায় সামনে পেয়েও
খুঁজে বেড়াই মনের চোরাগলি।

চোরা গলি না সোজা পথ, কেরিয়ারে মন না মস্তিষ্কের কথা শুনবেন? কেরিয়ারে পা এগিয়ে দেওয়ার আগে জেনে রাখুন ৭ প্রশ্ন, যার উত্তর নিজের কাছে থালকেই আপনার সাফল্যের পথে আপনি সহজেই অগ্রসর হতে পারবেন।

এমন বিষয়, যেখানে আপনার প্যাশন সর্বাধিক?
বেছে নিন, সেই প্যাশনকেই। পেশায় প্যাশনই সাফল্যের চাবিকাঠি।

আপনার উন্মাদনা কোন বিষয়ে?
আপনাকে মানসিকভাবে 'চাঙ্গা' রাখে এমন কাজ, যা অবশ্যই আপনাকে প্রচণ্ড ভাবে উন্মাদ করে সেই কাজে আপনি বেশি করে মনোনিবেশ করতে পারেবন।

আপনার শক্তি, ক্ষমতা সবচেয়ে কোন বিষয়ে রয়েছে?
আপনি কি ক্রিয়েটিভ মনে করেন নিজেকে? কেরিয়ার সচেতন? নিজের শক্তি আর ক্ষমতার ওপর আত্মবিশ্বাস রেখে কর্মজীবনে পা রাখুন। সাফল্য নিশ্চিত।

পার্টনারশিপ এবং ব্যবসা, আপনার ভূমিকা কী হবে?
আপনার প্রধান কাজ কী হবে, আপনার কাছ থেকে আপনার পার্টনার কী চাইছেন, তা জেনেই ব্যবসায় নামুন।

আপনার পরিবার, আপনার বন্ধুরা আপনার কোন দিকে সবচেয়ে বেশি প্রভাবিত?
আপনার বড় হয়ে ওঠা, আপনার পড়াশুনা, আড্ডা, আপনার সামাজিক হয়ে ওঠা, এক একটা ক্ষেত্রে আপনই ভিন্ন ভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন হন। কিন্তু পরিবার এবং বন্ধু একই থাকে। তাই তাঁদের ভাবনা চিন্তায় নিজেকে চিনুন। সূত্র: কলকাতা

সোনালীনিউজ/এইচএআর

Wordbridge School
Link copied!