• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জেরুজালেম প্রশ্নে মোদির পদক্ষেপে আমি হতাশ


আন্তর্জাতিক ডেস্ক জানুয়ারি ১৬, ২০১৮, ১১:১৯ এএম
জেরুজালেম প্রশ্নে মোদির পদক্ষেপে আমি হতাশ

ফাইল ছবি

ঢাকা: ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তার দেশের রাজধানী হিসেবে জেরুজালেমকে স্বীকৃতি দেয়ার বিষয়ে ভারতের প্রত্যাখানে তিনি অনেক হতাশ হয়েছেন। তবে এটি তার যুগান্তকারি নয়াদিল্লী সফরের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে না। 

সোমবার (১৫ জানুয়ারি) বার্তাসংস্থা এএফপিকে দেয়া এক সাক্ষাতকারে এমন হতাশা প্রকাশ করেন মোদির ‘বন্ধু’ নেতানিয়াহু।

মুম্বাইয়ে ২০০৮ সালের হামলায় নিহত এক ইহুদি দম্পতির হত্যাকারীদের ‘ধরা হবে’ বলেও নেতানিয়াহু প্রতিশ্রুতি ব্যক্ত করেন। ভারতে ছয়দিনের সফরে এ দম্পতির সন্তান তার সঙ্গী হিসেবে রয়েছেন।

ইসরাইলি এ নেতা একটি ব্যবসায়ী প্রতিনিধি দল নিয়ে রোববার ভারত সফরে আসেন। সোমবার প্রকাশিত এক সাক্ষাতকারে নেতানিয়াহু মিডিয়া গ্রুপ ইন্ডিয়া টুডেকে বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার ‘বিশেষ সম্পর্ক’ রয়েছে।

উল্লেখ্য, ইসরাইলের রাজধানী হিসেবে জেরুজালেমকে ওয়াশিটনের স্বীকৃতির নিন্দা জানাতে গত মাসে জাতিসংঘ আয়োজিত ভোটাভুটিতে ভারতসহ শতাধিক দেশ অংশ নেয়। এতে ইসরাইল হতাশা প্রকাশ করে।

ওই সাক্ষাতকারে নেতানিয়াহু বলেন, ভারতের এমন পদক্ষেপে ‘স্বাভাবিকভাবে হতাশ হলেও আমি মনে করি এ সফর প্রমাণ করে আমাদের সম্পর্ক বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, বিগত ১৫ বছরের মধ্যে এই প্রথম ইসরাইলের কোন নেতা ভারত সফর করছেন।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!