• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জেরুজালেমে নতুন ৫০০ বসতি নির্মাণ করবে ইসরায়েল


আন্তর্জাতিক ডেস্ক নভেম্বর ২৪, ২০১৬, ০৪:৪০ পিএম
জেরুজালেমে নতুন ৫০০ বসতি নির্মাণ করবে ইসরায়েল

দখলকৃত পূর্ব-জেরুজালেমে নতুন করে ৫০০ ইহুদি বসতি নির্মাণের ঘোষণা দিয়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পরে প্রথম এ ধরনের পদক্ষেপের কথা ঘোষণা করল তারা।

জেরুজালেমে ইসরায়েলি স্থাপনা-বিরোধী বেসরকারি একটি সংস্থার (এনজিও) মুখপাত্র ইর আমিন বলেন, ‘আজ (বৃহস্পতিবার) সকালে স্থানীয় পরিকল্পনা ও নির্মাণ কমিটি রামাত শ্লোমোতে নতুন করে ৫০০টি ইউনিট নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে।’ ২০১৪ সাল থেকে ওই পরিকল্পনা স্থগিত ছিল বলেও জানান তিনি।

জেরুজালেম পৌরসভা কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে, এই পরিকল্পনা নতুন কিছু না। কয়েক বছর আগেই এর অনুমোদন দেয়া হয়েছিল।

বর্তমানে পূর্ব-জেরুজালেমে ২ লাখ ইহুদি বসবাস করছে। ১৯৬৭ সালে আরব-ইসরায়েল যুদ্ধে পশ্চিম তীর, গাজা উপত্যকা এবং মিশর ও সিরিয়ার কিছু অংশের সঙ্গে পূর্ব-জেরুজালেমও দখল করে নেয় ইসরায়েল। পূর্ব-জেরুজালেম এবং পশ্চিম তীরের ‘ইহুদিদের জন্য’ বসতিগুলোতে বর্তমানে পাঁচ লাখ ইসরায়েলি বাস করে। আন্তর্জাতিক আইন অনুসারে তারা অবৈধ।

গত সপ্তাহে ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল টু’কে জেরুজালেমের ভাইস মেয়র মেইর টুর্গেমান বলেন, ‘আমাদের আরো পরিকল্পনা রয়েছে। এসব পরিকল্পনা অনুমোদনে আমি যুক্তরাষ্ট্রের ক্ষমতা হস্তান্তরের সময়টাকে বেছে নিতে চাই।’

এদিকে ইসরায়েলের এই সিদ্ধান্তকে ‘খুবই কৌশলী এবং বিপজ্জনক’ বলে বর্ণনা করেছেন ফিলিস্তিন আইন পরিষদের সদস্য মুস্তফা বারঘাতি। তিনি বলেন, ‘এ ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায় ব্যর্থ না হলে এবং নিশ্চুপ না থাকলে নতুন বসতি নির্মাণ সম্ভব ছিল না।’

ইসরায়েলের এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন ফিলিস্তিন আইন পরিষদের নারী সদস্য হানান আশরাবি। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং অন্য সব রাষ্ট্র যখন সমাধানের ব্যাপারে দ্বি-জাতিত্ত্বের কথা বলছে তখন ইসরায়েলের এই সিদ্ধান্ত এই অঞ্চলে সহিংসতা, চরমপন্থা এবং অস্থিতিশীলতাই বাড়াবে।’

সোনালীনিউজ/ ঢাকা/ আরএস

Wordbridge School
Link copied!