• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘জেলা পরিষদ নির্বাচন সীমানা নির্ধারণের পর’


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ৩, ২০১৬, ০৭:৩৭ পিএম
‘জেলা পরিষদ নির্বাচন সীমানা নির্ধারণের পর’

নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, সীমানা নির্ধারণ কাজ সম্পন্ন করার পর জেলা পরিষদ নির্বাচনের প্রজ্ঞাপন জারি করা হবে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (৩ অক্টোবর) সংসদে সরকারি দলের সদস্য এ কে এম রেজাউল করিম তানসেনের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, জেলা পরিষদ আইন-২০০০ এর সংশোধনকল্পে প্রণীত অধ্যাদেশ- এ এই নির্বাচন পরিচালনা বিধিমালা প্রণয়নের ক্ষমতা নির্বাচন কমিশনকে দেয়ায় বিধি প্রণয়নের কাজ চলছে।

তিনি বলেন, ৬১টি জেলা পরিষদের পদের সংখ্যা ১ হাজার ২৮১টি।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!