• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জেলে-পুলিশ সংঘর্ষ, আসামি ৫২


ঝালকাঠি প্রতিনিধি নভেম্বর ১৬, ২০১৭, ১০:৫২ পিএম
জেলে-পুলিশ সংঘর্ষ, আসামি ৫২

ফাইল ফটো

ঝালকাঠি: জেলার রাজাপুরের বড়ইয়ার বিষখালি নদীতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাটকা ইলিশ শিকারের ঘটনায় জেলে নুরজামালকে আটক করে বেঁধে মারধরের জেরে জেলে-পুলিশ সংঘর্ষে এক নারী, ৩ জেলে, ২ ট্রলার চালক ও ৫ পুলিশসহ মোট ১১ জন আহতের ঘটনায় ১৭ জেলের নাম উল্লেখপূর্বক ৫২ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (১৫ নভেম্বর) গভীর রাতে ওই ঘটনায় নৌ পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেন।

এদিকে ওই ঘটনায় দায়ের করা মামলায় দুই জেলেকে আটক করা হয়েছে। আটকরা হলো- উপজেলার পালট গ্রামের কাদেরের ছেলে জেলে শামিম এবং একই গ্রামের জলিল হাওলাদারের ছেলে খলিল।  

রাজাপুর থানার ওসি শামসুল আরেফিন জানান, এ ঘটনায় আহত নিয়ামতি নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই আতিকুর রহমান বাদি হয়ে মামলার করলে ২ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বুধবার (১৫ নভেম্বর) সকালে বড়ইয়া গ্রামের বিষখালি নদীর বুথমারা খালের মোহনায় জাটকা ইলিশ শিকারের ঘটনায় জেলে নুরজামালকে আটক করে বেঁধে মারধরের জেরে জেলে-পুলিশ সংঘর্ষে ঘটনা ঘটেছিল।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!