• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জ্যেষ্ঠ সহকারী সচিব হলেন ১৭৫ জন


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৯, ২০১৮, ১০:৩৩ পিএম
জ্যেষ্ঠ সহকারী সচিব হলেন ১৭৫ জন

ঢাকা: প্রশাসনের ১৭৫ জন সহকারী সচিবকে জ্যেষ্ঠ (সিনিয়র) সহকারী সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। সোমবার (১৯ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পদোন্নতি দিয়ে এ পরিপত্র জারি করা হয়।

সেখানে বলা হয়েছে, বিসিএস প্রশাসন ক্যাডারের এ কর্মকর্তাদের ‘বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১’ অনুযায়ী সিনিয়র স্কেল পদে পদোন্নতি দেয়া হলো।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগের অতিরিক্ত সচিব শেখ ইউসুফ হারুন বলেন, মূলত ১৭৫ জন সহকারী সচিবকে সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি দেয়া হয়েছে।

পদোন্নতিপ্রাপ্তদের বেশির ভাগ বিসিএস প্রশাসন ক্যাডারের ৩০ ব্যাচের কর্মকর্তা বলেও জানান তিনি। দেশের বিভিন্ন স্থানে মাঠ পর্যায়ে কর্মরত ১৬৫ জন কর্মকর্তার জন্য একটি আদেশ এবং প্রেষণ বা শিক্ষাজনিত ছুটিতে থাকা ১০ জনের পদোন্নতির জন্য আরেকটি আদেশ জারি করা হয়েছে।

সোনালীনিউজ/আতা

Wordbridge School
Link copied!