• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জয়পুরহাটে মতিন হত্যা মামলায় ৭ জনের ফাঁসি


জয়পুরহাট প্রতিনিধি আগস্ট ১৭, ২০১৬, ০৫:৫৩ পিএম
জয়পুরহাটে মতিন হত্যা মামলায় ৭ জনের ফাঁসি

জয়পুরহাটে আলোচিত আব্দুল মতিন হত্যা মামলায় সাতব্যক্তিকে ফাঁসি ও একজনকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার (১৭ আগস্ট) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহিম এ রায় দেন।

ফাঁসিরদন্ডপ্রাপ্তরা হলো- সদর উপজেলার ধারকী গ্রামের ওয়াজেদ আলী তোরাফ (৪৫), চৈতুন মোল্লা (৪৩), ছাফাদুল (৩৮), মছিরউদ্দিন (৪৮), আনু (২০), আবু হাসান দিলীপ (২৫) ও মন্টু মিয়া (৩০)। যাবজ্জীবনপ্রাপ্ত আসামি হলো- একই গ্রামের মাহবুব আলম বাবু (২৫)। এদের মধ্যে মন্টু পলাতক রয়েছেন।

এছাড়া মামলা চলাকালে এক আসামির মৃত্যু হওয়ায় তাকে অব্যাহতি দেয়া হয়েছে বলে জানান পিপি নৃপেন্দ্রনাথ মণ্ডল।

মামলার বিবরণ দিয়ে পিপি নৃপেন্দ্রনাথ মণ্ডল জানান, পূর্ব শত্রুতার জেরে ২০০৬ সালের ২৭ অক্টোবর সকালে ধারকী গ্রামের আব্দুল মতিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ওই রাতেই নিহতের ভাই সদর থানায় নয় জনকে আসামি করে মামলা করেন।

পরে ২০০৭ সালের ৩০ মার্চ তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক গোলাম রব্বানী নয়জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!