• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জয়পুরহাটে ৮৮ কিলোমিটার জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন


জয়পুরহাট প্রতিনিধি আগস্ট ৩১, ২০১৬, ০৫:৫৮ পিএম
জয়পুরহাটে ৮৮ কিলোমিটার জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন

গুলশানের হলি আর্টিজান রেঁস্তোরা এবং শোলাকিয়াসহ সারাদেশের বিভিন্ন স্থানে সন্ত্রাস ও জঙ্গি হামলার প্রতিবাদে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর হতে পাঁচবিবি উপজেলার ভীমপুর এবং কালাই উপজেলার পুনট থেকে সদর উপজেলার মঙ্গলবাড়ী পর্যন্ত ৮৮কিলোমিটার জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন করেছে জেলার তৃনমূল জনপ্রতিনিধিরা। 

বুধবার (৩১ আগস্ট) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত  ৮৮ কিলোমিটারব্যাপী জঙ্গিবাদ বিরোধী মানববন্ধনে সড়কের দুই পাশে লক্ষাধিক মানুষ অংশগ্রহন করেন। মানববন্ধনের উদ্বোধন করেন, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। 

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন- ‘এই শত কিলোমটিার মানববন্ধনের মাধ্যমে দেশের তরুন প্রজন্মকে জঙ্গিবাদ প্রতিরোধে প্রকৃত ইসলাম বিষয়ে সচেতন করার পাশাপাশি স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে চাই।’ 

পরে শহরের মুক্তমঞ্চে আয়োজিত জঙ্গিবাদ বিরোধী সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এসএম সোলায়মান আলী, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, মানববন্ধন কর্মসুচীর আহ্বায়ক ও আয়মা রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুল আলম বেনু, যুগ্ম আহ্বায়ক ও দোগাছী ইউনিয়নের চেয়ারম্যান জহুরুল ইসলাম, সদস্য সচিব ও রুকিন্দিপুর ইউনিয়নের চেয়ারম্যান আহসান কবীর পল্লব, সাবেক এমপি মাহফুজা মন্ডল রিনা, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম মোস্তফা, জেলা যুবলীগের সভাপতি সুমন সাহা, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাসুদ রেজা প্রমুখ।

মানববন্ধনে সন্ত্রাসবাদ, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ নিরসনে সকলকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান বক্তরা।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!