• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জয়ে শুরু ক্রোয়েশিয়ার বিশ্বকাপ


ক্রীড়া ডেস্ক জুন ১৭, ২০১৮, ১২:৫৬ পিএম
জয়ে শুরু ক্রোয়েশিয়ার বিশ্বকাপ

ঢাকা: রাশিয়া বিশ্বকাপের ‘গ্রুপ অব ডেথ’ বলা হচ্ছে ‘ডি’ গ্রুপকে। শনিবার এই গ্রুপেরই ম্যাচে আর্জেন্টিনাকে আটকে দিয়েছে আইসল্যান্ড। দ্বিতীয় ম্যাচে নাইজেরিয়াকে ২-০ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়া।

এক দিকে ক্রোয়েশিয়ার লুকা মডরিচ , বার্সেলোনার মিডফিল্ডার ইভান রাকিতিচ, ইন্টার মিলানের উইঙ্গার ইভান পেরিসিচ। অন্যদিকে, নাইজিরিয়ার সাবেক চেলসি মিডফিল্ডার জন মিকেল ওবি ও প্রিমিয়ার লিগের ভিক্টর মোজেস এবং অ্যালেক্স লোওবি। দুই দলের এই তারকাদের লড়াইয়ে শেষ হাসি হাসলেন মডরিচরাই।

নাইজেরিয়ার ওগহেনেকারো এতেবোর আত্মঘাতী গোলে প্রথমার্ধেই ক্রোয়েশিয়া এগিয়ে গিয়েছিল। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি ক্রোয়েশিয়াকে আরও এগিয়ে দেন মডরিচ, পেনাল্টি থেকে গোল করে।

মারিয়ো মান্দুকিচকে বক্সে বাধা দেওয়ার চেষ্টা করেন ট্রুস্ট একঙ। রেফারি পেনাল্টি দেন। রাশিয়া বিশ্বকাপে এখনও পর্যন্ত পাঁচটা পেনাল্টির মধ্যে দুটো ফসকে গেছে এখনও পর্যন্ত। তিন নম্বর এই পোনাল্টিটাই হতে যাচ্ছে কিনা আলোচনার মাঝেই ২-০ জয় নিশ্চিত করে ফেলেন মডরিচ। এই দু’দলের বিপক্ষে খেলতে হবে আর্জেন্টিনাকে।

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!