• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জয়ের আনন্দে গুলিতে নিহত পাকিস্তানী কিশোর


ক্রীড়া ডেস্ক জুন ২১, ২০১৭, ০১:৪৩ এএম
জয়ের আনন্দে গুলিতে নিহত পাকিস্তানী কিশোর

ঢাকা: ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয় পেতেই শুরু হয়েছিল গুলি চালিয়ে আনন্দোৎসব৷ সেই গুলিতে মারা গেছে পাকিস্তানের এক কিশোর৷ ঘটনাটি ঘটেছে করাচিতে৷ মৃত কিশোরের নাম সাঈদ হোসেন রাজা জাঈদি৷

পাকিস্তানের সংবাদ মাধ্যম জানাচ্ছে,  রোববার ভারতের বিরুদ্ধে জয়ের পর পাকিস্তান জুড়ে শুরু হয় উৎসব। জয়ে মাতোয়ারা হয়ে কয়েকজন শূন্যে গুলি ছোঁড়ে। বাড়ির বারান্দায় দাঁড়িয়ে ছিল হোসেন রাজা জাঈদি৷ গুলি চলতেই তাকে ঘরের ভিতর আসতে বলেন আত্মীয়রা৷ আর ঘরে ঢুকতে গিয়েই গুলি লেগে লুটিয়ে পড়ে ওই কিশোর৷ দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ প্রচুর রক্তক্ষরণে সে দুর্বল হয়ে পড়ে৷ চিকিৎসকরা অনেক চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেনি৷

জানা গেছে, দুটি মোটর সাইকেল করে চার যুবক গুলি ছুঁড়তে ছুঁড়তে যাওয়ার সময় দুটি গুলি লাগে কিশোরের শরীরে। একটি বুকে, একটি তাঁর পেটে লাগে৷ শুধু ওই কিশোরই নয়, জয়ের আনন্দে ছোড়া গুলিতে আরও কয়েকজন আহত হয়েছেন৷

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!