• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জয়ের কথাই ভাবছেন তাসকিন


ক্রীড়া প্রতিবেদক জানুয়ারি ২১, ২০১৭, ০৭:০৮ পিএম
জয়ের কথাই ভাবছেন তাসকিন

ঢাকা: ওয়েলিংটনে অভিষেকে তেমন কিছু  করতে পারেননি। ক্রাইস্টচার্চে দারুন বোলিং করছেন তাসকিন আহমেদ। দ্বিতীয় দিন শেষে নিউজিল্যান্ডের ২৬০ রান তুলতেই চলে গেছে ৭ উইকেট। রোববার সকালে বাকি ৩ উইকেট তুলে নিতে পারলেই ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটা বাংলাদেশের হাতে চলে আসবে। তখন ব্যাটসম্যানদের দায়িত্ব হবে লম্বা ইনিংস খেলে স্বাগতিকদের সামনে বড় লক্ষ্য ছুঁরে দেওয়া।

তাসকিনও তাই বলছেন,‘ আগামীকাল (২২ জানুয়ারী) যদি দ্রুত নিউজিল্যান্ডের ৩ উইকেট তুলে নিতে পারি আর ব্যাটসম্যানরা ভালো করে তাহলে এই টেস্টে আমরা জেতার সামর্থ্য রাখি।’ এ কথা বলার পাশাপাশি বাস্তবতাও মানছেন তাসকিন। এই টেস্টের এখনও তিনদিন বাকি। তাই তাসকিন এখনি খুশি হওয়ার কিছু দেখছেন না,‘ আমরা একটা ভালো অবস্থানে আছি অবশ্যই। কিন্তু খুব বেশি খুশি হওয়ার আসলে কিছু নেই। খেলার এখনও তিন দিন বাকি।’

তাসকিন মনে করেন, ক্রাইস্টচার্চ টেস্টে বড় কিছু করতে হলে ব্যাটসম্যানদের দায়িত্ব নিয়ে ব্যাট করতে হবে। তিনি বলেন,‘ রোববার সকালে দ্রুতই আমাদের ৩ উইকেট তুলে নিতে হবে। এরপর দায়িত্ব ব্যাটসম্যানদের। দ্বিতীয় ইনিংসে ব্যাটসম্যানরা যদি বড় রান তুলতে পারে, তাহলে এই টেস্টে আমরাই জিতব। আর সেটা হলে আমাদের জন্য বিশাল এক অর্জনই হবে।’


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!