• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ঝালকাঠিতে তিন দিনব্যাপী ডিজিটাল মেলার উদ্বোধন


ঝালকাঠি প্রতিনিধি ফেব্রুয়ারি ২২, ২০১৮, ০৬:১২ পিএম
ঝালকাঠিতে তিন দিনব্যাপী ডিজিটাল মেলার উদ্বোধন

ঝালকাঠি : জেলায় ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়াসহ তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের উদ্যোগে ঝালকাঠি জেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে।

২২ ফেব্রুয়ারি বিকাল ৩টার সময় শহরের উন্মুক্ত মঞ্চ (মেলা প্রাঙ্গণ) থেকে জেলা প্রশাসক মো. হামিদুল হক এর নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে একই স্থানে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে মেলার কার্যক্রম শুরু হয়।

জেলা প্রশাসক মো. হামিদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মো. শহিদুজ্জামান (অতিরিক্ত সচিব), জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা চেয়ারম্যান সুলতান হোসেন খান, পৌর কাউন্সিলর বাবু তরুণ কুমার কর্মকার এবং বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী এবং স্কুলের ছাত্রছাত্রীসহ বিভিন্ন পেশার মানুষ।

২৪ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার সময় পুরস্কার বিতরণের মাধ্যমে মেলার কার্যক্রম সমাপ্তি হবে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!