• ঢাকা
  • বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ঝালকাঠিতে মুক্তিযোদ্ধাদের কণ্ঠে ২৫ মার্চ গণহত্যার স্মৃতিচারণ


ঝালকাঠি প্রতিনিধি মার্চ ২৫, ২০১৮, ০৭:২৮ পিএম
ঝালকাঠিতে মুক্তিযোদ্ধাদের কণ্ঠে ২৫ মার্চ গণহত্যার স্মৃতিচারণ

ঝালকাঠি : বীর মুক্তিযোদ্ধাদের কণ্ঠে ২৫ মার্চ গণহত্যার স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ মার্চ) বেলা ১২টায় ঝালকাঠি সরকারি কলেজ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হামিদুল হক। অতিরিক্ত জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে সভায় মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা মো. শহীদ ইমাম।

অন্যদের মধ্যে বক্তব্য দেন সরকারি কলেজের অধ্যক্ষ শাহ আলম মজুমদার, প্রফেসর ইলিয়াস বেপারী ও ছাত্রনেতা আতিকুল ইসলাম হৃদয়। জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুরূপ সভা ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফা বেগম ও মুক্তিযোদ্ধা এম আলাউদ্দিন।

পরে সরকারি হরচন্দ্র বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে যুদ্ধদলিল বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়। এসব অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. হামিদুল হক প্রধান অতিথি ছিলেন।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!