• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঝালকাঠিতে শিল্পমন্ত্রী আমু


ঝালকাঠি প্রতিনিধি সেপ্টেম্বর ৮, ২০১৭, ০২:৪৮ পিএম
ঝালকাঠিতে শিল্পমন্ত্রী আমু

ডানে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু

ঝালকাঠি: ‘তথ্যই শক্তি’ এবং ‘জানবো, জানাবো, দুর্নীতি রুখবো’ স্লোগানকে সামনে রেখে ঝালকাঠির শিল্পকলা একাডেমীতে শনিবার (৯ সেপ্টেম্বর) শুরু হচ্ছে দুই দিনব্যাপী তথ্যমেলা। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু প্রধান অতিথি হিসেবে সকাল সাড়ে ১১টায় মেলা উদ্বোধন করবেন। 

তথ্য অধিকার আইন সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের তথ্য ও সেবা সম্পর্কে জনগণকে অবহিত করার লক্ষ্যে টিআইবির সচেতন নাগরিক কমিটি (সনাক) তথ্যমেলার আয়োজন করেছে। সহযোগিতায় রয়েছে জেলা প্রশাসন। মেলায় বিভিন্ন দফতরের ২৪টি স্টল থাকবে। 

এছাড়া মেলা উপলক্ষে আলোচনা সভা, ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, তথ্য অধিকার ও দুর্নীতিবিরোধী নাটকসহ সাংস্কৃতিক অনুষ্ঠান, তথ্য প্রদানের জন্য বিভিন্ন দফতরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার তালিকা প্রকাশ, তথ্যপত্র বিতরণ এবং তথ্যপ্রাপ্তির ফরম পূরণে সহযোগিতা করা হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!