• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ঝিনাইদহে অস্ত্র গুলিসহ তিন সন্ত্রাসী আটক


ঝিনাইদহ প্রতিনিধি ফেব্রুয়ারি ২৩, ২০১৭, ০৫:২৯ পিএম
ঝিনাইদহে অস্ত্র গুলিসহ তিন সন্ত্রাসী আটক

ঝিনাইদহ: জেলার মধুহাটি ইউনিয়নের মহামায়া গ্রাম থেকে শুটারগান, গুলিসহ তিন সন্ত্রাসীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে তাদেরকে আটক করা হয়। আটকরা হলেন- মহামায়া গ্রামের ফজলুর রহমানের ছেলে ফারুক (২২), একই গ্রামের বিল্লাল হোসেনের ছেলে লিটন (২০) ও জামাত আলীর ছেলে রাশিদুল (২২)।

ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ওসি দাউদ হোসেন জানান, বেশ কয়েকজন সন্ত্রাসী নাশকতার প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা সদরের মহামায়া গ্রামে অভিযান চালায়। অভিযানকালে বৈঠকরত অবস্থায় ওই গ্রামের পাকা রাস্তার পাশ থেকে ফারুক, লিটন ও রাশিদুলকে আটক করা হয়।

পরে তাদের দেহ তল্লাশি করে ১টি ওয়ার শুটারগান ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তিনি আরও জানান, আটকরা দীর্ঘদিন ধরে এলাকায় নানা ধরনের সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড করে আসছিল। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!