• ঢাকা
  • বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ঝিনাইদহে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত


ঝিনাইদহ প্রতিনিধি ডিসেম্বর ১০, ২০১৬, ০২:৪৭ পিএম
ঝিনাইদহে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

‘মানবাধিকার রক্ষায় একে অপরের পাশে দাঁড়ান’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঝিনাইদহে র‌্যালি ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানবাধিকার ফোরাম ও অধিকার মঞ্চের আয়োজনে শনিবার (১০ ডিসেম্বর) সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পায়রাচত্বরে গিয়ে শেষ হয়। সেখানে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সভাপতি আমিনুর রহমান টুকুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঝিনাইদহ স্থানীয় সরকারের উপ-পরিচালক আবু ইউসুফ মোহাম্মদ রেজাউর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার এস এম সাহাবউদ্দীন আহমেদ, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন আজাদ, সনাকের সদস্য এন এম শাহজালাল, মানবাধিকার কর্মী প্রাক্তন অধ্যক্ষ তোবারক হোসেন, শিবুপদ বিশ্বাস, আশাবুল হক, সুব্রত কুমার মল্লিক, হায়দার আলী, জাহিদুল ইসলাম, এম এ জলিল।

বক্তারা এসময়, মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতনসহ সারা পৃথিবীতে মানবাধিকার লংঘনের বিরুদ্ধে সবাইকে স্বোচ্চার হওয়ার আহ্বান জানান।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!