• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঝিনাইদহে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ১৩ জন আহত


ঝিনাইদহ প্রতিনিধি ফেব্রুয়ারি ২৩, ২০১৭, ১২:৩৭ পিএম
ঝিনাইদহে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ১৩ জন আহত

ঝিনাইদহ: ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ১৩ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে সদর উপজেলার কলামনখালী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন, কলামনখালী গ্রামের কলিম হোসেনের ছেলে দুলাল হোসেন, ছবেদ আলীর ছেলে আবু হাশেম, কাশেম, নাজিম উদ্দিন ও ইসলাম উদ্দিন, আবুল কাশেমের স্ত্রী নাজমা খাতুন, হাজের আলীর ছেলে আলী বকস ও তার ছেলে সরওয়ার, আফজাল বিশ্বাসের ছেলে মিসরুল, আবেদ মোল্লার ছেলে শহিদুল ইসলাম ও রাজেয়া খাতুনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওই গ্রামের জাহিদুল ইসলাম জানান, বেশ কয়েক মাস যাবৎ লিটন ও নাজিমের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের বৃহস্পতিবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে নারীসহ উভয় পক্ষের ১৩ জন আহত হয়েছেন।

ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, জমি নিয়ে পারিবারিক বিরোধের কারণে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!