• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঝিনাইদহে হিজড়া বাড়িতে ডাকাতি


ঝিনাইদহ প্রতিনিধি ডিসেম্বর ১, ২০১৬, ০৫:২৩ পিএম
ঝিনাইদহে হিজড়া বাড়িতে ডাকাতি

ঝিনাইদহ : জেলার কালীগঞ্জে এক হিজড়া বাড়িতে হানা দিয়ে ডাকাতরা ১৩ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৪ লাখ টাকা নিয়ে গেছে। এ সময় ডাকাত দলের হামলায় আসমানী হিজড়া আহত হয়েছে। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) ভোরে কালীগঞ্জ পৌরসভাধীন চাপালী গ্রামে হিজড়া আসমানির বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।

এর আগে গত ২৫ নভেম্বর একই গ্রামে সেলিম হোসেনের ডাকাতরা হানা দিয়ে প্রায় ৫ লাখ টাকার সম্পদ লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতরা সেলিমের মোবাইল নিয়ে যায়। এরপর এই মোবাইলটি প্রায় দুইদিন খোলা ছিল।

আহত আসমানী জানান, রাতে আমরা ঘুমিয়ে ছিলাম। আনুমানিক রাত ৩টার দিকে ৫ থেকে ৬ জনের একটি ডাকাতদল বাড়িতে প্রবেশ করে আমাদের অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে।

এরপর তারা ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়। এ সময় বাধা দিতে গেলে ডাকাতরা জখম করে। সে সময় তারা আলমারী ভেঙে ৪ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।

এ ব্যাপারে কালীগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম জানান, ডাকাতির সংবাদ জানার পর এসআই সুকুমারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!