• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টরন্টো বাংলা বইমেলা শুরু


প্রবাসে বাংলা ডেস্ক জুলাই ৭, ২০১৮, ০২:৩৩ পিএম
টরন্টো বাংলা বইমেলা শুরু

ঢাকা : কানাডার টরন্টোতে ১২তম বাংলা বইমেলা শুরু হলো। শনিবার (৭ জুলাই) দুই দিনব্যাপী এ বইমেলা হচ্ছে শহরের বাঙালি এলাকা বলে খ্যাত ড্যানফোর্থের ৯ ডজ রোডের রয়েল লিজিয়ন হলে।

বইমেলা উদ্বোধন করেন বাংলাদেশের কথাসাহিত্যিক সেলিনা হোসেন। বিশেষ অতিথি ছিলেন কবি আসাদ চৌধুরী, ছড়াকার লুৎফর রহমান রিটন ও কথাসাহিত্যিক জাকির তালুকদার।

বাংলাদেশের সর্বাধিক সংখ্যক স্বনামখ্যাত প্রকাশনী এবারের বইমেলায় অংশ নিয়েছে। এদের মধ্যে রয়েছে- অঙ্কুর, অনন্যা, সময়, কথাপ্রকাশ ও নালন্দা।

মেলায় বই প্রদর্শনী ছাড়াও থাকবে আলোচনা অনুষ্ঠান, সেমিনার, কবিতা আবৃত্তি, কবিতা উৎসব, শিশু-কিশোরদের জন্য বিশেষ ইভেন্ট, বিতর্ক অনুষ্ঠান, লেখক-প্রকাশকদের মুখোমুখি আড্ডা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

বাংলাদেশ ছাড়াও কানাডা ও যুক্তরাষ্ট্রের লেখক, প্রকাশক ও পাঠকরা মেলায় অংশ নেবেন। মেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য স্যুভেনির প্রকাশিত হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি।

সোনালীনিউজ/জেডআরসি/এমটিআই

Wordbridge School
Link copied!