• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ (লাইভ দেখুন)


ক্রীড়া প্রতিবেদক মে ২৪, ২০১৭, ০৩:৩০ পিএম
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ (লাইভ দেখুন)

ঢাকা: ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টায় নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে ফিল্ডিং করতে নামবে টাইগারর। দীর্ঘ দিন পর ফিরেছেন নাসির হোসেন।

 আজ স্বাগতিকদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টানা তিন ম্যাচ জিতে ডাবল-লিগ পদ্ধতির ত্রিদেশীয় সিরিজের শিরোপা ইতিমধ্যেই নিশ্চিত করে ফেলেছে টম ল্যাথামের দল। তবে মাশরাফিদের কাছে আজকের ম্যাচটি খুবই গুরুত্বপুর্ণ। এই ম্যাচ জিতলে আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে ষষ্ঠ স্থানে উঠে আসবে লাল সবুজের দল। পাশাপাশি ২০১৯ সালে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট অনেকটাই নিশ্চিত হবে টাইগারদের।

আজকের ম্যাচে একটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। সানজামুল ইসলামের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন নাসির হোসেন। অপরদিকে নিউজিল্যান্ড একাদশে তিনটি পরিবর্তন হয়েছে। জিমি নেশাম, হামিশ বেনেট ও জিতেন প্যাটেল একাদশে জায়গা পেয়েছেন।

বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, নাসির হোসেন, সৌম্য সরকার, সাব্বির রহমান, মোস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হেসেন।

নিউজিল্যান্ড একাদশ: টম ল্যাথাম (অধিনায়ক), লুক রঞ্চি (উইকেট রক্ষক), করি এন্ডারসন, রস টেইলর, নিল ব্রুম, কলিন মুনরো, ম্যাট হেনরি, মিচেল সেনানিয়ার, জিমি নেশাম, হামিশ বেনেট ও জিতেন প্যাটেল।

লাইভ দেখুন:

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!