• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ


ক্রীড়া প্রতিবেদক জানুয়ারি ১৯, ২০১৮, ১২:২১ পিএম
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ঢাকা: ত্রিদেশীয় সিরিজের বহুল আলোচিত, বহুল প্রতীক্ষিত ম্যাচে আজ মুখোমুখি হয়েছে স্বাগতিক বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে মাশরাফি বাহিনী। এই নিয়ে টানা দুই ম্যাচ টসে জিতলেন মাশরাফি।

হ্যামস্ট্রিং ইনজুরির কারণে শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ আজ খেলছেন না। তার জায়গায় দলকে নেতৃত্ব দেবেন টেস্ট অধিনায়ক দিনেশ চান্দিমাল। নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে হেরেছিল ম্যাথুজের দল। সেই জিম্বাবুয়েকেই নিজেদের প্রথম ম্যাচে উড়িয়ে দিয়েছিল টাইগাররা।

শ্রীলঙ্কার কোচ হিসেবে চন্দিকা হাথুরুসিংহের প্রথম অ্যাসাইনমেন্ট এই সিরিজ। প্রথম ম্যাচে হারের পর আজ তারা জিততেই চাইবে। কিন্তু হাথুরুর সাবেক শিষ্যরা লঙ্কানদের মোটেও ছাড় দিতে রাজী নয়। তবে অতি আত্মবিশ্বাসে ভুগতে নারাজ মাশরাফি বাহিনী। মাশরাফির ভাষায় 'জিম্বাবুয়ে স্টাইলে' খেলার পরিকল্পনা নিয়েই আজ মাঠে নামবে বাংলাদেশ।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!