• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের


ক্রীড়া প্রতিবেদক সেপ্টেম্বর ২৫, ২০১৬, ০২:২৪ পিএম
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের

আফগানিস্তানের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।  আজ রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় ম্যাচটি শুরু হবে।

এর মধ্য দিয়ে প্রায় ৬ মাস পর মিরপুরে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। গত মার্চে অনুষ্ঠিত এশিয়া কাপে সর্বশেষ হোম অব ক্রিকেটে খেলেছিল টাইগাররা। এদিকে দশ মাস পর ওয়ানডে ক্রিকেট খেলতে নামছে লাল-সবুজরা। ইতোমধ্যেই গ্যালারিতে দর্শকদের গর্জন শুরু হয়ে গেছে। যদিও বাড়তি নিরাপত্তার কারণে স্টেডিয়ামে দর্শকরা ঢুকছেন ধীরগতিতে।
দুই বছর পর ওয়ানডে স্কোয়াডে ফেরা শফিউল একাদশে সুযোগ পাননি। সুযোগ হচ্ছে ইনজুরি কাটিয়ে ফেরা রুবেল হোসেনের। এদিকে তরুণ অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতের অপেক্ষাটা একটু দীর্ঘ হচ্ছে!

সব মিলিয়ে বাংলাদেশ তিন পেসার ও দুই বিশেষজ্ঞ স্পিনার নিয়েই মাঠে নামছে। নাসির ও তাইজুলের মধ্যে দুটি ওয়ানডে খেলার অভিজ্ঞতা থাকা তাইজুল ইসলামই সুযোগ পেয়েছেন আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে।

বাংলাদেশের বিপক্ষে ২৮ সেপ্টেম্বর ও ১ অক্টোবর তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ও তৃতীয় একদিনের ম্যাচটি খেলবে সফরকারীরা। বাকি দুটি ম্যাচও অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তাইজুল ইসলাম, রুবেল হোসেন ও তাসকিন তাসকিন।

আফগানিস্তান দল : আসগর স্টানিকজাই (অধিনায়ক), মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), রহমত শাহ, মীরওয়েজ আশরাফ, দৌলত জাদরান, সামিউল্লাহ শেনওয়ারি, মোহাম্মদ নবী, রশিদ খান, হাসমতউল্লাহ শাইদি, ফরিদ আহমেদ, আমির হামজা, নাজিবুল্লাহ জাদরান, নওরোজ মঙ্গল, নাভিনুল হক, করিম জানাত, সাব্বির নুরি, ও ইহসানউল্লাহ জানাত।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!