• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টস পরীক্ষায় জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ


ক্রীড়া প্রতিবেদক জুলাই ২২, ২০১৮, ০৭:২৭ পিএম
টস পরীক্ষায় জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ফাইল ছবি

ঢাকা: স্বাগতিক ওয়স্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিং বেছে নিয়েছে বাংলাদেশ দল। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় গায়ানায় গায়ানার প্রভিডেন্সে ব্যাট হাতে ইনিংসের গোড়াপত্তন করতে নেমেছন লাল সবুজ দলের দুই ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল আর এনামুল হক বিজয়।  

রোববার (২২ জুলাই) সন্ধ্যা ৭টায় সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

ওয়েস্ট ইন্ডিজ সফরে এখনও পর্যন্ত সফলতার মুখ দেখেনি সফরকারি বাংলাদেশ। সাদা পোশাকে স্বাগতিকদের বিপক্ষে শতভাগ অকৃতকার্য হয়েছে সাকিব আল হাসানের দল। এবার ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে পরীক্ষার সম্মুখীন লাল সবুজের জার্সিধারীরা। ফরম্যাট বদলের সাথে বদলে গেছে নেতাও। টেস্ট দলপতি সাকিবের হাত থেকে এবার নেতৃত্ব উঠেছে মাশরাফি বিন মর্তুজার হাতে। আর তাতেই স্বপ্ন দেখতে শুরু করেছে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা।

প্রায় ছয় মাস পর ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ। দেশের মাটিতে গত ২৭ জানুয়ারি ত্রিদেশীয় সিরিজের ফাইনালই ছিল বাংলাদেশের সর্বশেষ ৫০ ওভারের ম্যাচ। শ্রীলঙ্কার কাছে ৭৯ রানে হেরে যাওয়া সে ম্যাচের দল আজ যে নামছে না সেটা নিশ্চিত। সেদিন তামিম ইকবালের সঙ্গে ইনিংস উদ্বোধন করতে নেমেছিলেন মোহাম্মদ মিথুন।

আজ সে দায়িত্ব লিটন দাস অথবা যাঁর পরিবর্তে ফাইনালের দলে ঢুকেছিলেন মিথুন, সেই এনামুল হক নেবেন এ নিয়ে কৌতুহল ছিল। শেষ পর্যন্ত সুযোগ মিলেছে এনামুলের। আরেকটি পরিবর্তনও নিশ্চিতভাবে আনতে হচ্ছে দলকে। সে ফাইনাল খেলা মোহাম্মদ সাইফউদ্দীনের পরিবর্তে আজ আছেন মোসাদ্দেক হোসেন।

স্বাগতিক ক্যারিবীয়দের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ জিতে এরইমধ্যে নিজেদের সামর্থের প্রমাণ দিয়েছেন লিটন-মুশফিকরা। তাই ক্যারিবীয় দ্বীপপুঞ্জে রঙিন জার্সিতে টাইগারদের চেনা রুপে পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আর সেটা ওয়ানডে বলেই নড়াইল এক্সপ্রেসকে প্রেরণা জোগাচ্ছে।

বাংলাদেশ একাদশ: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক বিজয়, সাব্বির রহমান, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!