• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, রনি-শান্তর অভিষেক


ক্রীড়া প্রতিবেদক সেপ্টেম্বর ২০, ২০১৮, ০৫:১২ পিএম
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, রনি-শান্তর অভিষেক

ছবি: সংগৃহীত

ঢাকা: এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) হাস্যকর নিয়মে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যেকার আজকের ম্যাচটি গুরুত্বহীন। টুর্নামেন্টের মাঝ পথে সূচি বদলে এই ম্যাচটি শুধুই মর্যাদার লড়াই। তবে শনিবার ভারতের মুখোমুখি হওয়ার বাংলাদেশের জন্য এটি নিজেদের ঝালিয়ে নেয়ার ম্যাচ। এমন ম্যাচে টস হেরে আগে ফিল্ডিং করতে হচ্ছে টাইগারদের।

বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) আবু ধাবিতে এশিয়া কাপ ক্রিকেটের ১৪তম আসরের ষষ্ঠ ও ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান অধিনায়ক আসগর আফগান। এই ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হয়েছে ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত ও  বাঁহাতি পেসার আবু হায়দার রনির। 

তামিম ইকবাল আজ নেই। প্রথম ম্যাচেই কবজির চোটে শেষ হয়ে গেছে তাঁর এশিয়া কাপ। লঙ্কানদের বিপক্ষে হাতে প্লাস্টার নিয়েও এক হাতে ব্যাটিং করে মুশফিককে গুরুত্বপূর্ণ সঙ্গ দিয়েছেন। ‘বীর’ তামিমকে তাই আজ যথেষ্ট মিস করছে বাংলাদেশ দল। তাঁর বদলে আজ আরেক বাঁহাতি ব্যাটসম্যান নাজমুল হোসেনের ওয়ানডে অভিষেক হয়েছে। বাংলাদেশ দলে পরিবর্তন আরও একটি। মোস্তাফিজুর রহমানের জায়গায় বাঁহাতি পেসার আবু হায়দার।

সাম্প্রতিক সময়ে আফগানিস্তান নামটা বাংলাদেশের কাছে বেদনাদায়ক। ভারতের অনুষ্ঠিত টি-টোয়েন্টি সিরিজে যুদ্ধ বিধ্বস্ত দেশ আফগানিস্তানের কাছে হোয়াইওয়াশ হয় সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলটি। তাই স্বাভাবিকভাবে প্রতিশোধের আগুন জ্বলে উঠারই কথা বাংলাদেশের। মনে মনে হয়তো আগুন ঠিকই জ্বলছে টাইগারদের।

শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে এবারের আসরে যাত্রা শুরু করে বাংলাদেশ। ১৩৭ রানের জয়ে দুর্দান্ত শুরু হয় টাইগারদের। বাংলাদেশের মত শুভ সূচনা করে আফগানিস্তানও। শ্রীলঙ্কার বিপক্ষে ৯১ রানের জয় তুলে নেয় আফগানরা। তাই ফুরফুরে মেজাজেই রয়েছে দু’দল।

ওয়ানডেতে বাংলাদেশ ও আফগানিস্তান সর্বশেষ মুখোমুখি হয়েছিলো ২০১৬ সালে। বাংলাদেশের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হয়েছিলো। ২-১ ব্যবধানে সিরিজটি জিতেছিলো মাশরাফির নেতৃত্বাধীন দলটি। এছাড়া ওয়ানডে ক্রিকেটে খুব বেশি মুখোমুখিও হয়নি বাংলাদেশ ও আফগানিস্তান। এখন পর্যন্ত ৫ বার মুখোমুখি হয়েছে দু’দল। ৩ বার জয় পেয়েছে টাইগাররা। ২ বার জিতেছে আফগানরা।

বাংলাদেশ একাদশ: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, আবু হায়দার রনি।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!