• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ


ক্রীড়া প্রতিবেদক অক্টোবর ২২, ২০১৭, ০১:৪৪ পিএম
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ঢাকা: দক্ষিণ আফ্রিকা সফরে টস নিয়ে কম বিতর্ক হয়নি। দুই টেস্টের সিরিজে দুটিতেই মুশফিকুর রহীম টস জিতেছিলেন। দুটিতেই বোলিং বেছে নিয়েছিলেন। এ নিয়ে তোপের মুখে পড়েছিলেন মুশফিক। একবার তো সংবাদ সম্মেলনে এসে অসহায়ের সুরে বলেই ফেললেন,‘ এখন তো মনে হচ্ছে টসে জেতাটাই ভুল হয়ে গেছে ভাই...।’

টস জেতা অব্যাহত ছিল ওয়ানডে সিরিজেও। দুটি ম্যাচেই টস জিতেছিলেন মাশরাফি বিন মুর্তজা। যথারীতি দুটিতেই হেরেছে বাংলাদেশ। অবশেষে তৃতীয় ও শেষ ম্যাচে এসে টসে হারল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসি টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন।

চোটে পড়ে এ ম্যাচে খেলতে পারছেন না বাঁ-হাতী ওপেনার তামিম ইকবাল। তাঁর জায়গায় দলে সুযোগ পেয়েছেন সৌম্য সরকার। মোস্তাফিজুর রহমান তো আগেই ছিটকে গেছেন। বাদ পড়েছেন অলরাউন্ডার নাসির হোসেন। তাঁর জায়গা নিয়েছেন আরেক অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।

বাংলাদেশ যখন মাঠে লড়বে তখন দেশে ফেরার বিমান ধরবেন তামিম। সোমবার মাশরাফির সঙ্গে একই বিমানে ফিরবেন মোস্তাফিজ। এদিকে, দক্ষিণ আফ্রিকা দলেও বেশ কয়েকটি পরিবর্তন এসেছে।  হাশিম আমলার পরিবর্তে দলে ঢুকেছেন ওপেনার এইডেন মার্করাম। জেপি ডুমিনি ও  প্রিটোরিয়াসের বদলে সুযোগ পেয়েছেন যথাক্রমে টেম্বা বাভুমা ও ইয়ান মুলডের।

সোনালীনিউজ/ঢাক/আরআইবি/এআই

Wordbridge School
Link copied!