• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

টাকা পুড়ে ছাই!


নাহিদ আল মালেক, বগুড়া জুন ২৩, ২০১৮, ০১:৩৭ পিএম
টাকা পুড়ে ছাই!

বগুড়া: বৈদ্যুতিক শক সার্কিট থেকে অগ্নিকান্ডে বগুড়া সদরে একটি বাড়িতে অগ্নিকান্ডে নগদ টাকাসহ প্রায় ৮ লক্ষাধিক টাকার আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার (২২ জুন) দুপুরে বগুড়া সদরের ফাঁপোর ইউনিয়নের ধাওয়া চাঙ্গুইর গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, কৃষক আবু জাফরের শুক্রবার দুপুরে অগ্নিকান্ডের সুচনা হয়। এসময় বাড়ীতে কেউ না ছিলনা। এলাকাবাসী ও দমকলকর্মীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে এলেও বাড়ির ফ্রিজ, টেলিভিশন, আলমারী, খাটসহ যাবতীয় আসবাপত্র ও নগদ লক্ষাধিক টাকা সহ ৩ টি ঘরের প্রায় ৮ লাখ টাকার জিনিসপত্র পুড়ে যায়।

খবর পেয়ে রাতে বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: রিয়াজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান প্রভাষক মহররম আলী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নি:স্থ পরিবারের হাতে আর্থিক সহায়তা প্রদান করেন।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!