• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টাঙ্গাইলে কলেজছাত্র হত্যার দায়ে ১২ জনের ফাঁসি


টাঙ্গাইল প্রতিনিধি আগস্ট ৮, ২০১৭, ১২:১৬ পিএম
টাঙ্গাইলে কলেজছাত্র হত্যার দায়ে ১২ জনের ফাঁসি

প্রতীকী ছবি।

টাঙ্গাইল: জেলার ভূঞাপুরে তিন বছর আগে কলেজছাত্র রাজন সরকারকে হত্যার দায়ে ১২ জনের ফাঁসির রায় দিয়েছেন জেলার একটি আদালত।

মঙ্গলবার (৮ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বিশেষ জেলা জজ ওয়াহিদুজ্জামান শিকদার এ মামলার রায় ঘোষণা করেন। এ সময় ১২ আসামির মধ্যে আটজন কাঠগড়ায় উপস্থিত ছিলেন। বাকিরা শুরু থেকেই পলাতক।   

মামলার বিবরণে জানা যায়, জমি নিয়ে বিরোধের জেরে ২০১৪ সালের ১৩ এপ্রিল টাঙ্গাইলের ভূঞাপুরে ধনবাড়ি ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র রাজন সরকারকে কুপিয়ে হত্যা করা হয়।

রাজনের বাবা লাল মিয়া সরকার ওই দিনই ১৯ জনকে আসামি করে ভূঞাপুর থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ১২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিলে আদালতে তাদের বিচার শুরু হয়। 

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!