• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

টানা দুইদিন মঞ্চে ‘ক্রাচের কর্নেল’


বিনোদন প্রতিবেদক ফেব্রুয়ারি ২১, ২০১৭, ১০:৪৬ এএম
টানা দুইদিন মঞ্চে ‘ক্রাচের কর্নেল’

ঢাকা: গেল বছরের ডিসেম্বরের প্রথম দিনেই ‘বটতলা রঙ্গমেলা ২০১৬’ উৎসবের উদ্বোধনী সন্ধ্যায় প্রথম প্রদর্শনী হয়েছিল কথাসাহিত্যিক শাহাদুজ্জামানের আলোচিত উপন্যাস অবলম্বনে নাটক ‘ক্রাচের কর্নেল’। এরপরও গেল মাসেও মঞ্চায়ন হয় নাটকটির।

আর এবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে পরপর দু’দিন জনপ্রিয় নাটক ‘ক্রাচের কর্নেল’ মঞ্চায়ন করার সিদ্ধান্ত নিয়েছে বটতলা। ভাষা আন্দোলনের এই মাসে পরপর দু’দিন দেখা যাবে নাটকটি। 

কর্নেল তাহের-এর জীবনভিত্তিক উপন্যাস ‘ক্রাচের কর্নেল’। আসছে ২৪ ও ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায় মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে থাকছে ‘ক্রাচের কর্নেল’-এর ৫ম ও ৬ষ্ঠ প্রদর্শনী। এটি বটতলার ৯ম প্রযোজনা।। নাটকটির নাট্যরূপ দিয়েছেন সৌম্য সরকার ও সামিনা লুৎফা নিত্রা। নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আলী হায়দার। 

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন- ইমরান খান মুন্না , কাজী রোকসানা রুমা, সামিনা লুৎফা নিত্রা, তৌফিক হাসান ভুঁইয়া, বাকীরুল ইসলাম, পংকজ মজুমদার, ইভান রিয়াজ, ম. সাঈদ, নাফিজ বিন্দু, সবুজ সরকার, মনজুরুল ইসলাম রনি, গোলাম মাহবুব মাসুম, নাফিউল আহমেদ।
 
পোশাক পরিকল্পনা করেছেন- হুমায়রা  আখতার। কোরিওগ্রাফি করেছেন- সামিনা লুৎফা নিত্রা। আলোক পরিকল্পনা করেছেন- খালিদ মাহমুদ সেজান। আবহ সংগীত পরিকল্পনায়- পিন্টু ঘোষ।

সোনালীনিউজ/ঢাকা/এমটিএল

Wordbridge School
Link copied!