• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপ

টানা দ্বিতীয় শিরোপা থেকে এক পা দুরে তহুরা-মারিয়ারা


ক্রীড়া প্রতিবেদক আগস্ট ১৮, ২০১৮, ০৩:২৫ পিএম
টানা দ্বিতীয় শিরোপা থেকে এক পা দুরে তহুরা-মারিয়ারা

ছবি: বাফুফের সৌজন্যে

ঢাকা: গেল কয়েক বছর ধরেই বাংলাদেশের ফুটবলকে আলোকিত করে রেখেছে মেয়েরা। দেশে বিদেশে লাল সুবজের পতাকা উড়িয়ে সম্মান বয়ে এনেছেন গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। তাই ধারাবাহিকতায় টানা দ্বিতীয়বারের মতো সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের একেবারে নিকটে পোঁছে গেছে তহুরা-মারিয়ারা।

গত বছরের ডিসেম্বরে সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল ছোটন কন্যারা। ঢাকার কমলাপুর বীরশ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ভারতকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল লাল সবুজের জার্সিধারীরা। বছর না ঘুরতেই আবারও দক্ষিণ এশিয়ার বয়স ভিত্তিক নারী ফুটবলের ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ভারত।

শনিবার (১৮ জুলাই) ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রতিবেশী ভারতের মোকাবেলায় মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা। এদিন ভারত বধ করতে পারলেই টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।

পাকিস্তানকে ১৪-০ গোলে বির্ধ্বস্ত করে উড়ন্ত সূচনার পর নেপালকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল উঠে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। শেষ চারের লড়াইয়ে স্বাগতিক ভুটানকে ৫-০ গোলে উড়িয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে মারিয়া-তহুরারা। ফলে টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের হাতছানি বর্তমান চ্যাম্পিয়নদের সামনে।

অন্যদিকে শ্রীলঙ্কারর বিপক্ষে ১২-০ গোলের জয় দিয়ে এবারের আসর শুরু করে ভারত। গ্রুপের দ্বিতীয় ম্যাচে ভুটানকে ১-০ ব্যবধানে হারিয়ে জায়গা করে নেয় শেষ চারে। গ্র“পপর্বের ধারাবাহিকতা ধরে রাখে সেমিতেও। সেখানে নেপালকে ২-১ গোলে হারিয়ে বাংলাদেশের মতো টানা দ্বিতীয়বার ফাইনালে উঠে ভারত।

চলতি আসরে অন্যতম ফেবারিট হিসাবে শুরু করে প্রতিবেশী দুই দেশের মেয়েরা। শেষ পর্যন্ত তারাই ফাইনালে উঠেছে। টুর্নামেন্ট শুরুর আগেই ফুটবলবোদ্ধা থেকে শুরু করে সাধারণ দর্শকরা এমন ফাইনালের কথাই বলেছিলেন। ছয় জাতির টুর্নামেন্টে এবার বাংলাদেশ খেলেছে ‘বি’ গ্রুপে। ভারত ছিল ‘এ’ গ্রুপে।

শিরোপা জয়, ট্রফি নিয়ে ঘরে ফেরা ছাড়া আর কোনো ভাবনা নেই বাংলাদেশের। টুর্নামেন্টে অংশ নেয়ার আগেই এমন কথা বলেছেন লাল-সবুজদের কোচ গোলাম রব্বানী ছোটন।  ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনেও একই কথা বললেন তিনি, ‘গত তিনটি ম্যাচে যেভাবে খেলেছি, ফাইনালেও সেভাবেই খেলতে চাই। নিজেদের স্বাভাবিক খেলা খেলে ম্যাচ বের করে আনতে চাই। নিজেদের সেরাটা দিয়ে চ্যাম্পিয়ন হতে চাই। শিরোপা জেতার লক্ষ্যেই আমরা এখানে এসেছি।’

বাংলাদেশ দলের অধিনায়ক মারিয়া মান্দার মুখেও একই কথা, ‘এখন আমরা ফাইনালের মঞ্চে নামার অপেক্ষায়। ভারতের বিপক্ষে নিজেদের সেরাটা দিয়ে শিরোপা জিততে চাই। শুরুতেই গোল করে প্রতিপক্ষকে চাপে ফেলার পরিকল্পনা নিয়ে আমরা মাঠে নামব। ভারত খুবই শক্তিশালী দল। ওদের খেলোয়াড়রা অনেক অভিজ্ঞ। তবে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে আমরা নিজেদের সম্মান ধরে রেখে আবারও ট্রফি জিততে চাই। ট্রফি নিয়েই দেশে ফিরতে চাই।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!