• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

টানা দ্বিতীয় জয় পেতে নাসিরের সিলেটের চাই ১৪৬ রান


ক্রীড়া প্রতিবেদক নভেম্বর ৫, ২০১৭, ০৩:৫৬ পিএম
টানা দ্বিতীয় জয় পেতে নাসিরের সিলেটের চাই ১৪৬ রান

ঢাকা: চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসকে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরে দারুন সূচনা করেছে স্বাগতিক সিলেট সিক্সার্সাস। টানা দ্বিতীয় ম্যাচ জিততে নাসির হোসেনের দলের দরকার ১৪৬ রান। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৫ রান সংগ্রহ করেছে মাশরাফি বিন মর্তুজার কুমিল্লা ভিক্টোরিয়ানস।

রোববার (৫ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের তৃতীয় ম্যাচে টস জিতে ফিল্ডিং নেন সিলেট সিক্সার্সের অধিনায়ক নাসির হোসেন। টস হেরে ব্যাট করতে নেমে দারুন সূচনা করেছিল কুমিল্লা ভিক্টোরিয়ানসের দুই ওপেনার ইমরুল কায়েস ও লিটন দাস। সতর্কতার সাথে ব্যাটিং করে ৫ ওভারেই তুলে নিয়েছিলেন ৩৬ রান।

কুমিল্লা ভিক্টোরিয়ানসের এই ওপেনিং জুটি যখন সিলেট সিক্সার্সকে চিন্তায় ফেলতে যাচ্ছিল, ঠিক তখনই দলকে ব্রেক থ্রু এনে দেন নাসির হোসেন। ইমরুলকে সরাসরি বোল্ড করেন এই অলরাউন্ডার। তাইজুলের বলে স্টাম্পিংয়ের ফাঁদে পড়ে মাঠ ছাড়েন আরেক ওপেনার লিটন দাস।

এরপর খুব বেশিক্ষণ টিকতে পারেননি জস বাটলার। তাইজুলের বলে লিয়াম প্ল্যাংকেটের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন এই ইংলিশ তারকা। তাইজুল-নাসিরের স্পিনে ৪৪ রানে ৪ উইকেট হারিয়ে অস্বস্তিতে পড়ে কুমিল্লা ভিক্টোরিয়ানস।

এমন অবস্থায় প্রতিরোধ গড়ে তোলেন অলক কাপালি ও মারলন স্যামুয়েলস। কিছুটা মারমুখি হয়ে ১৯ বলে ২৬ রান তুলে নেন তিনি। তবে এরপর আর কপালিকে এগুতে দেননি সান্তোকি।

কাপালির বিদায়ের পর দারুন খেলেন স্যামুয়েলস। বলতে গেলে তিনি একাই এগিয়ে নেন দলকে। দলীয় ১৩৭ রানে লিয়াম প্ল্যাংকেটের বলে নাসিরের তালুবন্দি হয়ে সাঝঘরে ফেরার আগে ৪৭ বলে সর্বোচ্চ ৬০ রান করে এই ক্যারিবীয়ান। শেষ দিকে অপরাজিত ছিলেন ডোয়াইন ব্রাভোর ১১ রানের সুবাদে ৬ উইকেটে কুমিল্লা ভিক্টোরিয়ানসের পুঁজি দাঁড়ায় ১৪৫।

সিলেটের পক্ষে তাইজুল ২২ এবং সান্তোকি ৩০ রানে ২টি করে উইকেট তুলে নিয়েছেন। অধিনায়ক নাসির হোসেন ১৮ রানের বিনিময়ে তুলে নিয়েছেন ১টি উইকেট।

উদ্বোধনী ম্যাচে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন ঢাকা ডায়নামাইটসকে ৯ উইকেটে উড়িয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরে শুভ সূচনা করল নাসিরের সিলেট সিক্সার্স।

সিলেট সিক্সার্স: নাসির হোসেন (অধিনায়ক), সাব্বির রহমান, তাইজুল ইসলাম, নুরুল হাসান, শুভাগত হোম, আবুল হাসান রাজু, রস ওয়াইটলি, উপল থারাঙ্গা, লিয়াম প্লাংকেট, কিসমার সানতোকি ও আন্দ্রে ফ্লেচার।

কুমিল্লা ভিক্টোরিয়ানস: মোহাম্মদ নবী (অধিনায়ক), ইমরুল কায়েস (সহ-অধিনায়ক), আল-আমিন হোসেন, লিটন দাস (উইকেট রক্ষক), অলক কাপালী, আরাফাত সানী, সাইফুদ্দিন, রশিদ খান, ডুয়াইন ব্রাভো, মারলন স্যামুয়েলস, জোস বাটলার।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!