• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টানা বৃষ্টিতে মুন্সীগঞ্জে আলু আবাদে ক্ষয়ক্ষতির আশংকা


মুন্সীগঞ্জ প্রতিনিধি ডিসেম্বর ১০, ২০১৭, ০৬:৫১ পিএম
টানা বৃষ্টিতে মুন্সীগঞ্জে আলু আবাদে ক্ষয়ক্ষতির আশংকা

মুন্সীগঞ্জ : টানা দুই দিনের বৃষ্টিতে মুন্সীগঞ্জে আলু আবাদে ক্ষয়ক্ষতির আশংকা করেছেন কৃষকরা। জমিতে বৃষ্টির পানি জমে রোপণ করা আলু বিনষ্ট হওয়ার আশংকা করছেন তারা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্রে জানা গেছে, চলতি বছর জেলায় ২৮ হাজার ২২১ হেক্টর জমিতে ইতিমধ্যে আলু আবাদ সম্পন্ন হয়েছে। এর মধ্যে গত দুই দিনের বৃষ্টিতে জেলার ১ হাজার ১০০ হেক্টর জমিতে রোপণ করা আলু বিনষ্ট হওয়ার আশংকা করা হচ্ছে।

সদরের আলু চাষী মজিদ মীরধা জানান, তিনি তিন দিন আগে আলু বীজ রোপণ করেছেন। এ অবস্থায় বৃষ্টির পানি জমে রোপণ করা আলু বিনষ্ট হয়ে যেতে পারে। তাতীকান্দি গ্রামের চাষী আক্তার মাহমুদ জানান, তিনি জমিতে যে আলু চাষাবাদ করেছেন, তা বৃষ্টির পানি জমে তলিয়ে গেছে। বৃষ্টি অব্যাহত থাকলে তার জমির সব আলুই পচে যাবে।

উল্লেখ্য, চলতি বছর মুন্সীগঞ্জ জেলায় ৩৯ হাজার ৩০০ হেক্টর জমিতে আলু চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!