• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টি-টেন খেলতে রাতে দুবাই যাচ্ছেন তামিম


ক্রীড়া প্রতিবেদক ডিসেম্বর ১৪, ২০১৭, ০৩:৫৮ পিএম
টি-টেন খেলতে রাতে দুবাই যাচ্ছেন তামিম

ফাইল ছবি

ঢাকা: এতদিন টি-টোয়েন্টিই ছিল ক্রিকেটের সবচেয়ে ছোট সংস্করণ। এবার ক্রিকেট দুনিয়া দেখতে যাচ্ছে আরো ছোট সংস্করণ। নাম  টি-টেন ক্রিকেট লিগ। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সংযুক্ত আরব আমিরাতের শারজাতে ক্রিকেটের এই নতুন দিগন্ত উন্মোচিত হতে চলেছে। এমন একটি ইতিহাসের স্বাক্ষী হতে যাচ্ছেন বাংলাদেশর সাকিব আল হাসান ও তামিম ইকবাল।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) তত্ত্বাবধানে শুরু হতে যাওয়া চারদিনের টি-টেন ক্রিকেট লিগে অংশ নিতে এরই মধ্যে আরব আমিরাতে পৌঁছে গেছেন সাকিব আল হাসান। আজ রাতেই দুবাইগামী প্লেনে উঠবেন তামিম ইকবাল। এ বিষয়ে এই মারকুটে ব্যাটসম্যান বলেন, দুবাইয়ে টি-টেন লিগ খেলতে যাচ্ছি।

এর আগে বিসিবির শুনানিতে হাজির হয়েছিলেন তামিম। বিপিএলে রংপুর রাইডার্সের বিপক্ষে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের লো-স্কোরিং ম্যাচের পর উইকেটের কঠোর সমালোচনা করেছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক তামিম ইকবাল। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উইকেটকে ‘জঘন্য’ বলেছিলেন এই বামহাতি ব্যাটসম্যান। এ কারণে তাকে শোকজ করে এবং শুনানিতে ডেকে চিঠি পাঠিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শুনানি শেষে তামিম বলেন, “বিপিএলে উইকেট নিয়ে সমালোচনা করার জন্য বিসিবির শুনানিতে ক্ষমা চেয়েছি আমি। দুবাইয়ে টি-টেন লিগ খেলতে যাচ্ছি।”

প্রসঙ্গত, আজ থেকেই পর্দা উঠতে যাচ্ছে প্রথম টি-১০ লিগের। ছয় দলের অংশগ্রহণে আয়োজিত ফ্র্যাঞ্চাইজিভিত্তিক দশ ওভারের এ ক্রিকেট টুর্নামেন্টে পাখতুন্সের জার্সিতে খেলবেন তামিম ইকবাল। টুর্নামেন্টের প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে পাখতুন্স। শারজায় বাংলাদেশ সময় রাত সাড়ে এগারোটায় মারাঠা অ্যারাবিয়ান্সের মুখোমুখি হবে তামিম ইকবালের দল পাখতুন্স।

তামিমের সাথে এই দলে আরো আছেন- শহীদ আফ্রিদি (আইকন), ডোয়াইন স্মিথ, ফখর জামান, আহমেদ শেহজাদ, জুনাইদ খান, মোহাম্মদ ইরফান, আমজাদ জাভেদ, সাকলাইন হায়দার।

বিপক্ষ মারাঠা অ্যারাবিয়ান্সের হয়ে খেলবেন- বিরেন্দ্র শেবাগ (আইকন), কুমার সাঙ্গাকারা, মোহাম্মদ আমির, ইমাদ ওয়াসিম, অ্যালেক্স হেলস, মোহাম্মদ সামি, লেন্ডল সিমন্স, শাইমান আনোয়ার, জহুর খান।

উল্লেখ্য, টি-টেন লিগে বাংলাদেশের পক্ষে খেলছেন সাকিব আল হাসানও। তবে আরেক ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে খেলার অনাপত্তিপত্র দেয়নি বিসিবি। সবকিছু বিবেচনায় রেখেই মুস্তাফিজের পুনর্বাসন প্রক্রিয়া আরেকটু বৃদ্ধি করতে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!