• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টি-টোয়েন্টি মানেই ক্রিস গেইল


ক্রীড়া ডেস্ক অক্টোবর ২২, ২০১৮, ০৫:৩৮ পিএম
টি-টোয়েন্টি মানেই ক্রিস গেইল

ছবি: সংগৃহীত

ঢাকা: মাথায় জট পাকানো চুল, চোখে সানগ্লাস, সবই যেন দর্শনীয়! তার চেয়েও দর্শনীয় তাঁর ব্যাটিং। বোলারদের জন্য মূর্তিমান আতঙ্ক। ব্যাটিং যদি হয় বিনোদন, তাহলে টি-টোয়েন্টিতে তিনি সেই বিনোদনের সবচেয়ে বড় ফেরিওয়ালা। সব মিলিয়েই হয়ে উঠেছেন টি-টোয়েন্টির মুখ। তাই ক্রিস গেইল আর টি-টোয়েন্টি, দুটোই বিনোদনে ভরপুর প্যাকেজ!

এবার নিজেকে আরও উপরে নিয়ে গেলেন এই ক্যারিবীয় ব্যাটিং দানব। প্রথম ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি ফরম্যাটের ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টে ১২ হাজার রান পূর্ণ করলেন ক্রিস গেইল। আফগানিস্তান টি-টোয়েন্টি লিগের ফাইনালে ৫৬ রানের ইনিংস খেলে প্রথম ব্যাটসম্যান এমন কীর্তি গড়েন গেইল।

বর্তমানে গেইলের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক আসরের পরিসংখ্যান ৩৫৩ ম্যাচের ৩৪৫ ইনিংসে ২১টি সেঞ্চুরি ও ৭৫টি হাফ-সেঞ্চুরিতে ১২০৫২ রান। সর্বোচ্চ রানের তালিকাতেও সবার উপরে রয়েছেন তিনি। ৯৬২০ রান নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। তিনি ম্যাচ খেলেছেন ৩৫৬টি।

৪৩১ ম্যাচে ৮৫১১ রান করে তৃতীয়স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের আরেক মারকুটে ব্যাটসম্যান কাইরন পোলার্ড।

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রহকারী শীর্ষ পাঁচ ব্যাটসম্যান:

খেলোয়াড়                দেশ           ম্যাচ      রান      ১০০   ৫০
ক্রিস গেইল          ওয়েস্ট ইন্ডিজ   ৩৫৩    ১২০৫২   ২১     ৭৫
বি ম্যাককালাম     নিউজিল্যান্ড     ৩৫৬    ৯৬২০     ৭       ৫১
কাইরেন পোলার্ড   ওয়েস্ট ইন্ডিজ   ৪৩১   ৮৫১১     ১      ৪২
শোয়েব মালিক     পাকিস্তান         ৩১৯     ৮০৯৩    ০      ৪৮
সুরেশ রায়না        ভারত            ২৯৬     ৭৯২৯      ৪       ৪৭

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!