• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টি-টোয়েন্টিতে আফ্রিদির দ্রুততম সেঞ্চুরি


ক্রীড়া ডেস্ক আগস্ট ২৩, ২০১৭, ০১:৫৭ পিএম
টি-টোয়েন্টিতে আফ্রিদির দ্রুততম সেঞ্চুরি

ঢাকা: এ বছরের শুরুর দিকে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন শহীদ আফ্রিদি। তার ব্যাটে যে এখনও মরিচা ধরেনি সেটি আরও একবার বুঝিয়ে দিলেন।

মঙ্গলবার ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে প্রতিপক্ষ বোলারদের তুলোধুনা করেছেন আফ্রিদি। হ্যাম্পশায়ারের হয়ে মাঠে নেমে ২০ বলে ফিফটি তুলে নিয়ে ৪২ বলে সেঞ্চুরি পূর্ণ করেন। এটি টি-টোয়েন্টি ক্রিকেটে আফ্রিদির দ্রুততম সেঞ্চুরি।

পাকিস্তানের সাবেক এই অধিনায়ক একবার হাত খোলা শুরু করলে বোলাররা চোখে সরিষার ফুল দেখতে শুরু করেন। এদিন ডার্বিশায়ার বোলাররাও তাই দেখলেন। সাত ছক্কার বিপরীতে আফ্রিদি চার মেরেছেন ১০টি।

আফ্রিদির ইনিংসের সৌজন্যে ২০ ওভারে হ্যাম্পশায়ার স্কোরবোর্ডে তোলে ২৪৯ রান। জবাবে এক বল বাঁকি থাকতেই ডার্বিশায়ারের ইনিংস ১৪৮ রানে গুটিয়ে যায়। আফ্রিদির সেঞ্চুরি ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্ট টুর্নামেন্টে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি। এর আগে উরচেস্টারশায়ারের ব্যাটসম্যান জো ক্লার্ক ও নর্টিংহ্যামশায়ারের ব্যাটসম্যান অ্যালেক্স হেলস এই টুর্নামেন্টে ৪৫ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন।


সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/আকন

Wordbridge School
Link copied!