• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টি-টোয়েন্টিতে মজেছেন লারাও


ক্রীড়া ডেস্ক এপ্রিল ২৫, ২০১৭, ১০:৩৭ পিএম
টি-টোয়েন্টিতে মজেছেন লারাও

প্রতীকী ছবি

ঢাকা: টি-টোয়েন্টির মারকাটারি ক্রিকেটে সবাই বুঁদ হয়ে রয়েছে। বিভিন্ন দেশের ঘরোয়া লিগগুলোতে গ্যালারি উপচে পড়ছে। ভারতে এখন চলছে আইপিএল। দর্শক হুমড়ি খেয়ে কোটি টাকার এই টুর্নামেন্ট দেখছে।

শুধু ভারত নয় ক্রিকেট খেলুড়ে সব দেশেই আইপিএলের দিকে নজর রাখছে। সেখানে পাঁচ দিনের টেস্ট ক্রিকেটে নজর দেয়ার সময় কোথায়! এতে অস্তিত্ব সংকটে ভুগছে ঐতিহ্যের টেস্ট ক্রিকেট।

তবে পাঁচদিনের ক্রিকেটকে বাঁচাতে একটা উপায় বাতলে দিলেন রেকর্ডের বরপুত্র ব্রায়ান চার্লস লারা। টেস্টে ড্র তুলে দেয়ার পক্ষে মত দিলেন কিংবদন্তি এই ক্যারিবিয়ান ক্রিকেটার। ২০০৪ সালে অ্যান্টিগায় ইংল্যান্ডের বিরুদ্ধে লারার অপরাজিত ৪০০ রানের ইনিংস টেস্টে এখনও ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড। প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর অপরাজিত ৫০১ রানের বিশ্বরেকর্ড এখনও বহাল তবিয়তে রয়েছে৷

বিবিসি ওয়ার্ল্ড সিরিজ সার্ভিস রেডিও’র উইকলি ক্রিকেট শো স্টাম্পডেতে লারা বলেন, ‘এক মার্কিনি আমাকে প্রশ্ন করেছিলেন, কীভাবে আমরা পাঁচ দিন ধরে একটি ম্যাচ খেলি! তার পরও অনেক সময় যেটির ফল হয় না! পাঁচ দিনে ৪৫০ ওভারের ম্যাচে এমন কিছু করতে হবে যাতে ফল আসে।’

২০০৭ সালে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানো ত্রিনিদাদের রাজপুত্র এখন টি-টোয়েন্টি ক্রিকেটের ভক্ত। ১৩১ টেস্টে ১১,৯৫৩ রানের মালিক লারা বলেন, ‘আমি টি-টোয়েন্টি ফরম্যাটের পক্ষে৷ আমরা সত্তর ও আশির দশকের টেস্ট ক্রিকেট দেখে বড় হয়েছি। কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেট মাঠে দর্শক টানছে। এটা দারুন ব্যাপার। তিন ঘণ্টায় মাঠে এসে তারা হার-জিত দেখতে পাচ্ছে৷ কাজেই আমি টি-টোয়েন্টির ভক্ত।’

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!