• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টুইটার কর্তৃপক্ষের কাছে শচীনের আবেদন


ক্রীড়া ডেস্ক অক্টোবর ১৭, ২০১৭, ০১:৩১ পিএম
টুইটার কর্তৃপক্ষের কাছে শচীনের আবেদন

ঢাকা: দুই ছেলমেয়েকে নিয়ে ভালোই বিপদে পড়েছেন শচীন টেন্ডুলকার। টুইটারে তাঁর ছেলে অর্জুন এবং মেয়ে সারার নামে নকল অ্যাকাউন্ট খোলা হয়েছে। শচীন টুইটার কর্তৃপক্ষের কাছে অনুরোধ করে জানিয়েছেন, তাঁর ছেলেমেয়ের কোনো টুইটার অ্যাকাউন্ট নেই, নকল অ্যাকাউন্টগুলো যেন মুছে ফেলা হয়।

২০১৪ সালেও একবার শচীন টুইটার কর্তৃপক্ষকে একই কথা বলেছিলেন। তারপরও টেস্ট-ওয়ানডের সর্বোচ্চ রানের মালিকের ছেলে ও মেয়ের নকল অ্যাকাউন্ট টুইটার থেকে মুছে ফেলা হয়নি। অনেকটা বাধ্য হয়েই আরো একবার টুইটার কর্তৃপক্ষকে এই কথাটি মনে করিয়ে দিলেন শচীন। সোমবার তিনি টুইট করেছেন এভাবে,‘ আমার দুই সন্তান অর্জুন ও সারা টুইটারে নেই। তাই ওদের নামে যে নকল অ্যাকাউন্টগুলো রয়েছে তা সরিয়ে দেওয়া হোক।’

দ্বিতীয় টুইটে শচীন লেখেন, ‘একটা ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে। তা মিটিয়ে ফেলা উচিত।’ ভারতের অন্যতম সম্মানীয় ক্রিকেটারের অনুরোধে টুইটার কর্তৃপক্ষ কতটুকু সাড়া দেন এখন সেটাই দেখার।

সোনালীনিউজ/আরআইবি/

 

Wordbridge School
Link copied!