• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

‘টেইলর-মাসাকাদজার ব্যাটে বড় ইনিংস আসছে’


ক্রীড়া ডেস্ক অক্টোবর ২৩, ২০১৮, ০৫:৫৭ পিএম
‘টেইলর-মাসাকাদজার ব্যাটে বড় ইনিংস আসছে’

ছবি: সংগৃহীত

ঢাকা: প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন হ্যামিল্টন মাসাকাদজা। সেই ফর্মটা তিনি টেনে আনতে পারেননি আসল লড়াইয়ে। দলের আরেক ব্যাটিং স্তুম্ভ ব্রেন্ডন টেইলরের অবস্থাও খুব একটা ভালো নয়। প্রস্তুতি ম্যাচে ও আসল ম্যাচে ব্যর্থ হয়েছেন। বুধবার হেরে গেলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হারবে জিম্বাবুয়ে।

সেটা মাথা রেখেই জিম্বাবুয়ে কোচ লালচাঁদ রাজপুত সংবাদমাধ্যমকে বলেছেন, ‘সিনিয়র ক্রিকেটারদের দায়িত্ব নিতে হবে। মাসাকাদজা প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করেছিল। আশা করি মূল সিরিজেও সেটি বয়ে আনতে পারবে। ব্রেন্ডন টেইলর শুরুটা ভালো করছে, শেষ করতে পারছে না। আশা করি ওর বড় স্কোর আসবে। আমি নিশ্চিত, ওরাও বড় স্কোরের প্রয়োজনীয়তা বুঝতে পারছে। বড় ইনিংস আসছে। নিশ্চিতভাবেই বলতে পারি, শিগগিরই আসছে।’

গত মার্চ থেকে বিশ্বকাপ বাছাইপর্বে আয়ারল্যান্ডকে হারাতে পেরেছিল জিম্বাবুয়ে। এরপর থেকে তারা হারের মধ্যেই ঘুরপাক খাচ্ছে। রাজপুতে আশা, জয়খরা কাটাতে মরিয়া তাঁর দল, ‘অনেক দিনই আমরা জিতি না। সত্যি বলতে, প্রথম ৮ ম্যাচে আমরা সিনিয়র ক্রিকেটারদের পাইনি। এখন সিনিয়ররা ফিরেছে, আমরা জয়ের কাছে যাচ্ছি। শুধু শেষটা করতে পারছি না। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০০ রানে ৭ উইকেট নিয়েও পারিনি। এমনকি টি-টোয়েন্টিতেও সম্ভাবনা জাগিয়ে পারিনি। খু্ব শিগগিরই আমরা শেষ বাধাটুকু টপকে যেতে পারব।’

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!