• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টেকনাফে ৫৪ কোটি টাকার ইয়াবা জব্দ


কক্সবাজার প্রতিনিধি মার্চ ১৬, ২০১৮, ১২:৩৩ পিএম
টেকনাফে ৫৪ কোটি টাকার ইয়াবা জব্দ

কক্সবাজার: জেলার টেকনাফ উপজেলায় পৃথক অভিযানে প্রায় ৫৪ কোটি ৯ লাখ টাকা মূল্যের ১৮ লাখ ২ হাজার ৯৯৬ পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৬ মার্চ) ভোরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের নাফ নদীর দমদমিয়া এলাকা ও দমদমিয়া বিজিবি চেকপোস্ট থেকে এসব ইয়াবা জব্দ করা হয়।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আছাদুজ্জামান চৌধুরী জানান- গোপন সংবাদের ভিত্তিতে রাত ২টা থেকে ৩টার মধ্যে ওই দুই এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ এ ইয়াবা জব্দ করা হয়।

‘বিজিবি এ পর্যন্ত ইয়াবার যত চালান জব্দ করেছে, এর মধ্যে এটি সবচেয়ে বড় চালান।’

এ ঘটনায় বিস্তারিত তথ্য জানাতে দুপুর ১২টায় টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের সদর দফতরে এ সংবাদ সম্মেলন করা হবে বলে জানান তিনি।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!