• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টেক্সটাইল মিলে ভয়াবহ আগুন, আটকা পড়েছে ৪ শ্রমিক


মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ সেপ্টেম্বর ২০, ২০১৭, ১২:৪২ পিএম
টেক্সটাইল মিলে ভয়াবহ আগুন, আটকা পড়েছে ৪ শ্রমিক

ফাইল ছবি

মুন্সীগঞ্জ: জেলার মুক্তারপুর বিসিক এলাকায় আইডিয়াল টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগা ভবনের ৪র্থ তলায় ৪ শ্রমিক আটকা পড়েছে। এদের উদ্ধারের চেষ্টা চলছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। আগুন নিয়ন্ত্রণে  কাজ করছে ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা।

আটকে পড়া শ্রমিকরা হলেন, নাজমুল (২০) ইসরাত (১৮) উজ্জল (২০) নাজমা (১৯)।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শওকত আলী জোয়াদার জানান, ৪ তলা ভবনে আগুন লেগেছ। নিচ তলায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।  উপরের তলাগুলোতে প্রচুর ধোঁয়ার কারণে উপরে উঠতে পারছিনা। উপরে কি অবস্থায় রয়েছে আমারা বলতে পারছি না। তবে করখানা কর্তৃপক্ষ বলেছে উপরে নারী শ্রমিকসহ ৪ জন আটকা পরেছে।

মুক্তারপুর নৌ-পুলিশ ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, সকাল ১০টার দিকে টোল প্লাজা এলাকার আইডিয়াল টেক্সটাইল মিলসে আগুন লেগেছে। প্রাথমিকভাবে ধারনা করা যাচ্ছে ওয়েল্ডিংয়ের কাজ করতে গিয়ে আগুনের সূত্রপাত। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস, পুলিশ এবং স্থানীয়রা চেষ্টা চালাচ্ছে।

ফায়ার সার্ভিসের দুইটি গাড়ি ঘটনাস্থলে এসেছে। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস কর্মকর্তা মন্টু বিশ্বাসের নেতৃত্বে আগুন নিভাতে কাজ করছে তারা।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!