• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

টেনিস কিংবদন্তি বরিস বেকার দেউলিয়া


ক্রীড়া ডেস্ক জুন ২২, ২০১৭, ০৪:২৪ পিএম
টেনিস কিংবদন্তি বরিস বেকার দেউলিয়া

ঢাকা: পৃথিবীর সবচেয়ে দামি খেলা টেনিস। এটি খেলে অঢেল টাকা কামিয়েছেন। খেলা ছেড়েছেন অনেক আগেই। নোভাক জকোভিচের কোচও হয়েছেন। কিন্তু সেই তিনি এখন অর্থ সঙ্কটে। দীর্ঘদিন দেনার দায়ে ডুবে ছিলেন তিনি। বারবার সময় নিয়েও শোধ করতে পারেননি ঋণ। তাই টেনিস কিংবদন্তি বরিস বেকারকে দেউলিয়া ঘোষণা করেছে লন্ডনের এক আদালত।

বুধবার (২১ জুন) বেকারের আইনজীবী জন ব্রিগস কোর্টের কাছে ঋণ শোধ করার জন্য ২৮ দিন সময় চাইলে তা খারিজ করে দেন আদালত। পাশাপাশি কোর্টের তরফ থেকে জানানো হয়, ঋণ শোধ করার মতো সম্পত্তি যে তাঁর আছে, তার যথেষ্ট প্রমাণ বেকারের কাছে নেই।

কোর্টের রেজিস্ট্রার মিস ক্রিশ্চিন ডেরেট বলেন, ‘বেকার আমাদের এমন কিছু প্রমাণ দেখাতে পারেনি যা দেখে মনে হয় তিনি ঋণ শোধ করতে পারবেন।’ তিনি বলেন, ‘আমার মনে আছে আমি ওকে সেন্টার কোর্টে খেলতে দেখেছি।’

দু’বছর আগে ঋণ নিয়ে শোধ করতে না পারায় আরবুটনাম লাথাম নামে এক ব্যক্তি আদালতের কাছে বরিস বেকারকে দেউলিয়া ঘোষণা করার আবেদন জানান। এই আবেদন প্রসঙ্গে বরিস বেকার বলেন, ‘এতে আমি খুব অবাক ও হতাশ।’ তিনি আরও যোগ করেন, ‘আমি ঋণ শোধ করার জন্য একমাস সময় চেয়েছিলাম, যা আমি শোধ করে দিতাম।’

বেকারকে দেউলিয়া ঘোষণা করার পিছনে তাঁর আইনজীবী জন ব্রিগস জানান, ‘বেকারের কাছে যথেষ্ট সম্পত্তি আছে যেখান থেকে প্রমাণিত হয় ওর এই ঋণ শোধ করার ক্ষমতা আছে।’

বর্তমানে কোচিং-এর পাশাপাশি টিভিতে ধারাভাষ্যকারের কাজ করেন বরিস বেকার। মাত্র ১৭ বছর বয়সে প্রথম উইম্বলডন জিতে চমকে দিয়েছিলেন সবাইকে। তাঁর সার্ভ দেখে ভক্তদের চোখে তিনি হয়েছিলেন বুম বুম। মোট তিনটি উইম্বলডন জিতেছেন তিনি। পাশাপাশি ছটা গ্র্যান্ডস্ল্যামও জিতেছেন।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!