• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টেন্ডুলকারের ১০ নম্বর জার্সিও অবসরে!


ক্রীড়া ডেস্ক নভেম্বর ২৯, ২০১৭, ০৯:২৪ পিএম
টেন্ডুলকারের ১০ নম্বর জার্সিও অবসরে!

ফাইল ছবি

ঢাকা: যারা স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানকে খেলতে দেখেননি, তারা দেখেছেন শচীন টেন্ডুলকারকে। শুধু ভারতীয় ক্রিকেট নয়, বিশ্ব ক্রিকেটেই এই কিংবদন্তি গবেষণার বিষয়। টেস্ট-ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক। দুধরণের ক্রিকেটেই সবচেয়ে বেশি সেঞ্চুরি। ক্রিকেটের ২২ গজে ২৪ বছরের ক্যারিয়ারে টেন্ডুলকারের অর্জনের শেষ নেই।

শুধু ক্রিকেটার নন, একজন মানুষ হিসেবেও সর্বজন শ্রদ্ধেয় লিটল মাষ্টার। ভারতীয়রা তাঁকে ডাকেন ‘ক্রিকেট ঈশ্বর’ বলে। ১০০ কোটি মানুষের চাপ নিয়ে সবসময় ব্যাটিং করেছেন টেন্ডুলকার। তিনি অন্য সবার চেয়ে আলাদা। তাই তাঁর সম্মানও অন্যদের চেয়ে বেশি হবে স্বাভাবিক। ভারতীয় ক্রিকেট বোর্ডও (বিসিসিআই) টেন্ডুলকারকে সেই শ্রদ্ধা দেখাতে চলেছে। এখন আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের কোনো ক্রিকেটারই ১০ নম্বর জার্র্সিটি গায়ে তুলতে পারবেন না। বিসিসিআই এটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারছে না। কারণ এতে আইসিসির অনুমতি লাগবে। তবে বেসরকারিভাবে বিসিসিআই ১০ নম্বর জার্র্সিকে অবসরে পাঠাচ্ছে।

ওয়ানডে ক্রিকেটে টেন্ডুলকার অবসর নেন ২০১২ সালের মার্র্চে। তখন থেকে ভারতীয় দলের আর কেউ এই নম্বরের জার্সি গায়ে তোলেননি। তবে গত আগস্টে শার্দূল ঠাকুর শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক ম্যাচে ওই জার্সি গায়ে তুলে প্রবল চাপের মুখে পড়েছিলেন। তোপের মুখে পড়েছিল বিসিসিআইও।

তবে ক্রিকেটে নির্দিষ্ট কোনো জার্সিকে অবসরে পাঠানোর ব্যাপারটি না থাকলেও ফুটবলে আছে। ২০১৪ সালে হাভিয়ের জেনত্তি অবসর নেওয়ার পর তাঁর ৪ নম্বর জার্সিকেও অবসরে পাঠায় ইন্টার মিলান। পাওলো মালদিনির অবসরের পর তাঁর ৩ নম্বর জার্সিকেও অবসরে পাঠায় এসি মিলান।  দিয়েগো ম্যারাডোনাকে সম্মান জানাতে তাঁর ১০ নম্বর জার্সিকে অবসর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন, কিন্তু ফিফা না মানায় ১০ নম্বর জার্সি এখনও আছে আর্জেন্টিনা দলে। যেটি এখন ব্যবহার করছেন লিওনেল মেসি।

 সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!