• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টেম্পু-ট্রাক্টর সংঘর্ষ, বাবা-ছেলে নিহত


বগুড়া প্রতিনিধি মে ২৮, ২০১৭, ০৭:৩৫ পিএম
টেম্পু-ট্রাক্টর সংঘর্ষ, বাবা-ছেলে নিহত

বগুড়া: জেলার আদমদীঘিতে সিএনজি চালিত যাত্রীবাহী অটোটেম্পু ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো দুজন।

রোববার (২৮ মে) দুপুরে উপজেলার সান্তাহার বশিপুর বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- দুপচাঁচিয়া উপজেলার সুরজাতা গ্রামের প্রয়াত অধির বসাকের ছেলে অজিত বসাক (৪৫) ও তার ছেলে মিঠন বসাক (২২)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, অজিত বসাক ছেলে মিঠন বসাককে নিয়ে সিএনজি অটোটেম্পুযোগে নওগাঁয় যাওয়ার পথে সান্তাহার বশিপুর বাইপাস মোড়ে পৌঁছেলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর অটোটেম্পুকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন অজিত বসাক। এসময় মিঠন বসাককে (২২) গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে নওগাঁ হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হলে তিনিও মারা যান। লাশ দুইটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন পুলিশ।

আদমদীঘি থানা পুলিশের পরিদর্শক মোজাহারুল ইসলাম জানান, নওগাঁগামী সিএনজি চালিত অটোটেম্পুর সঙ্গে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে হলে এই হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত দু’জনের পরিচয় জানা যায়নি।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!