• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

‘টেস্ট ক্রিকেটের গালে আইপিএলের চড়’


ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারি ২২, ২০১৭, ০৪:২০ পিএম
‘টেস্ট ক্রিকেটের গালে আইপিএলের চড়’

ঢাকা: আইপিএলের নিলামে মাত্র কয়েক মিনিটে কোটিপতি হয়ে যাচ্ছেন ক্রিকেটাররা। গত সোমবার বেঙ্গালুরুর নিলামেও তাই হয়েছে। যা দেখে সাবেক ইংল্যান্ড অধিনায়ক কেভিন পিটারসেনের মন্তব্য, এটা টেস্ট ক্রিকেটের গালে কষে চড় মারার শামিল। নিলামের পর সামাজিক যোগাযোগের মাধ্যমে তিনি পোষ্ট করেন,‘ আর একটা চড় পড়ল টেস্ট ক্রিকেটের গালে। ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশেষজ্ঞ ক্রিকেটার এখন দলের অন্যতম ধনী ক্রিকেটার।’

কেপির টুইটের লক্ষ্যবস্তু ইংলিশ ফাস্ট বোলার টাইমাল মিলস। যাকে ১২ কোটি রুপিতে কিনেছেন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আইপিএলের ইতিহাস বলছে, অতীতে এত দাম কোন বোলারের ওঠেনি। যেটা দেখে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক খুব একটা খুশি হতে পারেননি। অন্তত কেপির কথায় সেটা পরিষ্কার। যদিও তিনি বলছেন,‘ মিলসের দোষ দিচ্ছি না। ও দারুন টি-টোয়েন্টি বোলার। টি-টোয়েন্টি যে ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াচ্ছে সেটাও মানছি। তবে সঙ্গে এও বলছি, টেস্ট ক্রিকেট কিন্তু এই মুহূর্তে পেছনের সারিতে চলে গেল। আইসিসির এখনই কিছু করা উচিৎ।’

কেপি মনে করেন, মিলসের কাড়ি কাড়ি অর্থ প্রাপ্তিযোগ দেখে তরুণরা টি-টোয়েন্টির দিকে ঝুঁকে পড়বে। তাতে ক্ষতি হবে ক্রিকেটের। এক সমর্থকের টুইটের উত্তরে কেপি বলেন,‘ আমি অনেক বাচ্চাকে কোচিং করাই। তরুণ ক্রিকেটারদের সঙ্গেও আমার যোগাযোগ রয়েছে। কিছুদিন আগে একজন আমাকে বলেছে, একশ টেস্ট খেলে আমি পাঁচশ দিন নষ্ট করেছি।’

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!