• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টেস্ট র‌্যাংকিংয়ে শীর্ষে ভারত, সুযোগ থাকছে পাকিস্তানেরও


ক্রীড়া ডেস্ক আগস্ট ১৭, ২০১৬, ০৫:৩৭ পিএম
টেস্ট র‌্যাংকিংয়ে শীর্ষে ভারত, সুযোগ থাকছে পাকিস্তানেরও

শ্রীলঙ্কার কাছে টানা তিন টেস্ট হেরে র‌্যাংকিংয়ের শীর্ষস্থান হারিয়েছে অস্ট্রেলিয়া। শীর্ষস্থানটি দখল করেছে সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জেতা ভারত। অন্যদিকে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ ড্র করা পাকিস্তানের অবস্থান দুই নম্বরে। এক নম্বর থেকে র‌্যাংকিংয়ের তিন নম্বরে চলে গেছে অজিরা। চার নম্বরে আছে ইংল্যান্ড।

আইসিসি প্রকাশিত সর্বশেষ টেস্ট র‌্যাংকিংয়ে দেখা গেছে ১১২ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ভারত। আর ১১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টেস্টে জয়লাভ করলে পাকিস্তানের চেয়ে আরও এগিয়ে যাবে ভারত। ১০৮ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অস্ট্রেলিয়া। সমান রেটিং পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ইংলিশরা। তবে ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থেকে তিন নম্বরে অজিরা।

এরপরই রয়েছে যথাক্রমে নিউজিল্যান্ড (রেটিং পয়েন্ট ৯৯), শ্রীলঙ্কা (রেটিং পয়েন্ট ৯৫), দক্ষিণ আফ্রিকা (রেটিং পয়েন্ট ৯২), ওয়েস্ট ইন্ডিজ (রেটিং পয়েন্ট ৬৫), বাংলাদেশ (রেটিং পয়েন্ট ৫৭) ও জিম্বাবুয়ে (রেটিং পয়েন্ট ০৮)।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!